অনলাইন ডেস্ক
ইসরায়েলের টানা হামলায় স্থানীয় সময় গতকাল সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। গাজায় চিকিৎসা সেবাসংশ্লিষ্টদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ নিয়ে ২০ মাস ধরে চলা এই যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল।
সোমবার নিহতদের মধ্যে অন্তত ২০ জন এমন ব্যক্তি রয়েছে, যারা নিজেদের পরিবারের জন্য ত্রাণের খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। এই হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে। সংস্থাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দেয় এবং জাতিসংঘ এর আগেই এই সংস্থার বিরুদ্ধে ত্রাণকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করার অভিযোগ এনেছে।
প্রাণঘাতী এসব হামলার শিকার হচ্ছে মূলত ক্ষুধার্ত সাধারণ মানুষ, যারা পরিবার-পরিজনের জন্য খাবারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এসব বিতরণকেন্দ্রে যাচ্ছে। অনেক সমালোচক এসব স্থানকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছেন। কারণ দিনে দিনে গাজার খাদ্যসংকট আরও ভয়াবহ আকার নিচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
গত ২৭ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত এবং প্রায় ১ হাজার জন আহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা শহর থেকে জানিয়েছেন, ইসরায়েল একদিকে ইরানের সঙ্গে যুদ্ধরত, অন্যদিকে পুরো গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে, যার লক্ষ্য কখনো ত্রিপলের তাঁবু, কখনো বাসাবাড়ি।
তিনি বলেন, ‘রাফা ও নেতজারিম করিডরের বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত মানুষ জড়ো হচ্ছে। আজ (সোমবার) এখন পর্যন্ত সেখানে ১৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মোট ৩০ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায়।’ এদিকে, ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।
একই জেলার বেইত লাহিয়া এলাকার আল-সালাতিন অঞ্চলে নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ভাই নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের আল-আউদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় সালাহউদ্দিন সড়কে জমায়েত হওয়া মানুষের ওপর চালানো হামলায় নিহত দুই ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় ৩৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত মধ্য গাজার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর পাশাপাশি, পূর্ব গাজার শুজাইয়া এলাকায়ও ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ২০ মাস ধরে চলা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৫৯।
ইসরায়েলের টানা হামলায় স্থানীয় সময় গতকাল সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। গাজায় চিকিৎসা সেবাসংশ্লিষ্টদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ নিয়ে ২০ মাস ধরে চলা এই যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল।
সোমবার নিহতদের মধ্যে অন্তত ২০ জন এমন ব্যক্তি রয়েছে, যারা নিজেদের পরিবারের জন্য ত্রাণের খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। এই হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে। সংস্থাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দেয় এবং জাতিসংঘ এর আগেই এই সংস্থার বিরুদ্ধে ত্রাণকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করার অভিযোগ এনেছে।
প্রাণঘাতী এসব হামলার শিকার হচ্ছে মূলত ক্ষুধার্ত সাধারণ মানুষ, যারা পরিবার-পরিজনের জন্য খাবারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এসব বিতরণকেন্দ্রে যাচ্ছে। অনেক সমালোচক এসব স্থানকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছেন। কারণ দিনে দিনে গাজার খাদ্যসংকট আরও ভয়াবহ আকার নিচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
গত ২৭ মে থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত এবং প্রায় ১ হাজার জন আহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা শহর থেকে জানিয়েছেন, ইসরায়েল একদিকে ইরানের সঙ্গে যুদ্ধরত, অন্যদিকে পুরো গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে, যার লক্ষ্য কখনো ত্রিপলের তাঁবু, কখনো বাসাবাড়ি।
তিনি বলেন, ‘রাফা ও নেতজারিম করিডরের বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত মানুষ জড়ো হচ্ছে। আজ (সোমবার) এখন পর্যন্ত সেখানে ১৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মোট ৩০ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায়।’ এদিকে, ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।
একই জেলার বেইত লাহিয়া এলাকার আল-সালাতিন অঞ্চলে নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ভাই নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের আল-আউদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় সালাহউদ্দিন সড়কে জমায়েত হওয়া মানুষের ওপর চালানো হামলায় নিহত দুই ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় ৩৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত মধ্য গাজার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর পাশাপাশি, পূর্ব গাজার শুজাইয়া এলাকায়ও ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ২০ মাস ধরে চলা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৫৯।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে