লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।
নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।
আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।
গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।
নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।
আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।
গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫