অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধে গাজায় ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ সেনা, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী— আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে নিহত হন ওই চার সেনা। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভোর ৬টার দিকে খান ইউনিসে হামাসের ওই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে যায় ইসারয়েলি সেনাদের একটি ইউনিট। তবে, আগে থেকেই প্রস্তুত ছিল হামাস যোদ্ধারা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, একটি বিস্ফোরণে হামাসের ঘাঁটি হিসেবে চিহ্নিত ওই ভবনটির একাংশ ধসে পড়ে। তবে, বিস্ফোরণটি কারা ঘটিয়েছে— হামাস নাকি আইডিএফের সেনারা— তা জানা যায়নি। এ ঘটনার পর হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলে— যেখানেই হামাসকে ধ্বংসের চেষ্টা করবে আইডিএফ, সেখানেই তাদের ভয়ংকর প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, ‘দখলদার বাহিনী খান ইউনিসে আজ যে ক্ষতির মুখে পড়েছে, তা এটা স্পষ্ট যে— তারা যেখানে থাকবে, সেখানেই তাদের এমন কঠোর প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’
বিবৃতিতে গাজায় যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে ইসরায়েলি জনগণকেও আহ্বান জানান তিনি। হুঁশিয়ারি দেন— গাজায় যুদ্ধ বন্ধ না হলে আরও অনেক ইসরায়েলি মায়ের বুক খালি হবে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় সর্বাত্মক অভিযান শুরুর পর এ নিয়ে ৪২৯ সেনা হারাল ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তারা ‘আমাদের সবার নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধে গাজায় ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ সেনা, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী— আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে নিহত হন ওই চার সেনা। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভোর ৬টার দিকে খান ইউনিসে হামাসের ওই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে যায় ইসারয়েলি সেনাদের একটি ইউনিট। তবে, আগে থেকেই প্রস্তুত ছিল হামাস যোদ্ধারা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, একটি বিস্ফোরণে হামাসের ঘাঁটি হিসেবে চিহ্নিত ওই ভবনটির একাংশ ধসে পড়ে। তবে, বিস্ফোরণটি কারা ঘটিয়েছে— হামাস নাকি আইডিএফের সেনারা— তা জানা যায়নি। এ ঘটনার পর হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলে— যেখানেই হামাসকে ধ্বংসের চেষ্টা করবে আইডিএফ, সেখানেই তাদের ভয়ংকর প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, ‘দখলদার বাহিনী খান ইউনিসে আজ যে ক্ষতির মুখে পড়েছে, তা এটা স্পষ্ট যে— তারা যেখানে থাকবে, সেখানেই তাদের এমন কঠোর প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’
বিবৃতিতে গাজায় যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে ইসরায়েলি জনগণকেও আহ্বান জানান তিনি। হুঁশিয়ারি দেন— গাজায় যুদ্ধ বন্ধ না হলে আরও অনেক ইসরায়েলি মায়ের বুক খালি হবে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় সর্বাত্মক অভিযান শুরুর পর এ নিয়ে ৪২৯ সেনা হারাল ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তারা ‘আমাদের সবার নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে