দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি ও ট্রাফিকের কারণে বিলম্ব হওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ দুটি বিমান সংস্থা। দুবাই থেকে বৃহস্পতিবার ফ্লাই করবেন এমন যাত্রীদের উদ্দেশে আজ বুধবার এই ভ্রমণ উপদেশ জারি করা হয়।
এ বিষয়ে দুবাই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ‘আগামীকালের জন্য অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়ে, আমরা ভ্রমণকারীদের যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছি।’
মুখপাত্র আরও বলেন, ‘রাস্তার যানজটের কারণে বিলম্ব এড়াতে আমরা সুপারিশ করছি, যেন যাত্রীরা রিয়েল টাইম ট্রাফিক আপডেট এবং বিকল্প রুটের জন্য স্মার্ট অ্যাপস ব্যবহার করেন। আর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ১ ও ৩-এ যাওয়ার জন্য দুবাই মেট্রো ব্যবহার করার কথা বিবেচনা করুন।’
এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান সংস্থাগুলোর সঙ্গে যাত্রীদের ফ্লাইটের স্থিতি পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে এবং আবহাওয়ার কারণে যেকোনো ধরনের বিলম্ব মাথায় রেখে স্বাভাবিক সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চেক-ইন, নিরাপত্তা এবং বোর্ডিং প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় হাতে রাখার জন্যও যাত্রীদের বলা হয়েছে।
বৃহস্পতিবার দুর্যোগ আঘাত হানবে এমন পূর্বাভাস থেকে আলাদাভাবে দুবাইয়ের প্রধান বিমান সংস্থা অ্যামিরেটসও আজ বুধবার একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। এই সংস্থাও যাত্রীদের যত দ্রুত সম্ভব বিমানবন্দরে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে। অ্যামিরেটসের একজন মুখপাত্র বলেছেন, ‘দুবাইয়ে ২ মে প্রবল বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে আপনি তাই রাস্তার বিলম্বের মুখোমুখি হতে পারেন।’
এয়ারলাইনটি যোগ করেছে, ‘আমরা বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখার এবং যেখানে সম্ভব দুবাই মেট্রো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।’
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের পূর্বাঞ্চলে দিনের বেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর আগে গত ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে দুবাই। সাম্প্রতিক ওই দুর্যোগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান পরিষেবাগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল।
দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি ও ট্রাফিকের কারণে বিলম্ব হওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ দুটি বিমান সংস্থা। দুবাই থেকে বৃহস্পতিবার ফ্লাই করবেন এমন যাত্রীদের উদ্দেশে আজ বুধবার এই ভ্রমণ উপদেশ জারি করা হয়।
এ বিষয়ে দুবাই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ‘আগামীকালের জন্য অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়ে, আমরা ভ্রমণকারীদের যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছি।’
মুখপাত্র আরও বলেন, ‘রাস্তার যানজটের কারণে বিলম্ব এড়াতে আমরা সুপারিশ করছি, যেন যাত্রীরা রিয়েল টাইম ট্রাফিক আপডেট এবং বিকল্প রুটের জন্য স্মার্ট অ্যাপস ব্যবহার করেন। আর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ১ ও ৩-এ যাওয়ার জন্য দুবাই মেট্রো ব্যবহার করার কথা বিবেচনা করুন।’
এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান সংস্থাগুলোর সঙ্গে যাত্রীদের ফ্লাইটের স্থিতি পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে এবং আবহাওয়ার কারণে যেকোনো ধরনের বিলম্ব মাথায় রেখে স্বাভাবিক সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চেক-ইন, নিরাপত্তা এবং বোর্ডিং প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় হাতে রাখার জন্যও যাত্রীদের বলা হয়েছে।
বৃহস্পতিবার দুর্যোগ আঘাত হানবে এমন পূর্বাভাস থেকে আলাদাভাবে দুবাইয়ের প্রধান বিমান সংস্থা অ্যামিরেটসও আজ বুধবার একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। এই সংস্থাও যাত্রীদের যত দ্রুত সম্ভব বিমানবন্দরে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে। অ্যামিরেটসের একজন মুখপাত্র বলেছেন, ‘দুবাইয়ে ২ মে প্রবল বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে আপনি তাই রাস্তার বিলম্বের মুখোমুখি হতে পারেন।’
এয়ারলাইনটি যোগ করেছে, ‘আমরা বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখার এবং যেখানে সম্ভব দুবাই মেট্রো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।’
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের পূর্বাঞ্চলে দিনের বেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর আগে গত ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে দুবাই। সাম্প্রতিক ওই দুর্যোগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান পরিষেবাগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে