গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০টি লাশ উদ্ধার করেছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। গত শনিবার (২০ এপ্রিল) মেডিকেল কমপ্লেক্সের ভেতরে এই গণকবরের সন্ধান পাওয়ার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ।
৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলের শহরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। মাসের পর মাস ইসরায়েলি বোমা হামলা ও তুমুল লড়াইয়ের পর খান ইউনিস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গতকাল রোববার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্যারামেডিকরা এই গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাহিত করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ নারী, শিশু ও তরুণ রয়েছেন।’
গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জরুরি বিভাগ জানায়, ‘নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’
এর আগে দুই সপ্তাহ অবরোধের পর চলতি সপ্তাহের শুরুর দিকে আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উপকূলীয় ছিটমহলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল–শিফায় এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। দুই মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটিচাপা দিয়ে চলেছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০টি লাশ উদ্ধার করেছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। গত শনিবার (২০ এপ্রিল) মেডিকেল কমপ্লেক্সের ভেতরে এই গণকবরের সন্ধান পাওয়ার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ।
৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলের শহরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। মাসের পর মাস ইসরায়েলি বোমা হামলা ও তুমুল লড়াইয়ের পর খান ইউনিস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গতকাল রোববার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্যারামেডিকরা এই গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাহিত করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ নারী, শিশু ও তরুণ রয়েছেন।’
গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জরুরি বিভাগ জানায়, ‘নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’
এর আগে দুই সপ্তাহ অবরোধের পর চলতি সপ্তাহের শুরুর দিকে আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উপকূলীয় ছিটমহলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল–শিফায় এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। দুই মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটিচাপা দিয়ে চলেছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫