অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার আরও অঞ্চল দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে তবে গাজা দখল করে নেওয়া হবে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নেতানিয়াহু এমন এক সময়ে এই হুমকি দিলেন, যারা মাত্র সপ্তাহ খানেক আগে তাঁর দেশ গাজায় নতুন করে হামলা চালানো শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছেন আর সর্বমোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
ইসরায়েলি পার্লামেন্টে নেসেটের শুনানিতে নেতানিয়াহু বলেন, ‘হামাস আমাদের বন্দীদের মুক্তি দিতে যত বেশি গড়িমসি করবে, আমরা তত বেশি শক্তিশালী দমন চালাব।’ এ সময় বিরোধী দলীয় সদস্যরা তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন। তিনি ইসরায়েলি আইনপ্রণেতা ও হামাসকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি বলছি—এর মধ্যে অঞ্চল দখল করা এবং অন্যান্য পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা আমি এখানে বিস্তারিত বলব না।’
এর আগে, গতকাল বুধবার হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে বন্দীদের উদ্ধারের চেষ্টা করলে তাদের হত্যা করা হতে পারে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘যতবার দখলদার বাহিনী জোরপূর্বক তাদের বন্দীদের ফিরিয়ে আনার চেষ্টা করেছে, ততবারই তারা কফিনে করে তাদের ফেরত নিয়ে গেছে।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি উল্লেখ করেছে, তারা (ইসরায়েলি) দখলদারদের বন্দীদের ‘জীবিত রাখার জন্য সম্ভাব্য সবকিছু করছে, কিন্তু নির্বিচারে জায়নবাদী বোমা হামলা তাদের জীবন বিপন্ন করছে।’ এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অভিযান চালানোর সময় ২৫১ জন বন্দীকে আটক করে আনে। যাদের মধ্যে ৫৮ জন এখনো গাজায় আছেন। ইসরায়েলি বাহিনী মনে করে, এই ৫৮ জনের মধ্যে ৩৪ জন মৃত।
এদিকে, গতকাল বুধবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, দখলদার বাহিনী ‘শিগগিরই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তিতে অভিযান চালাবে’ এবং শিগগির আরও বেশিসংখ্যক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে তিনি হুমকি দিয়েছিলেন, হামাস অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে গাজা ভূখণ্ডের কিছু অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হবে।
গত শুক্রবার এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘আমি (সেনাবাহিনীকে) গাজায় আরও বেশি অঞ্চল দখলের নির্দেশ দিয়েছি...হামাস যত বেশি বন্দীদের মুক্তি দিতে অস্বীকার করবে, তত বেশি অঞ্চল তারা হারাবে, যা ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে।’
অপরদিকে, গতকাল বুধবার মধ্য গাজায় দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এক হামলায় নুসেইরাত শরণার্থীশিবিরে একটি দাতব্য সংস্থার বিতরণ করা গরম খাবার সংগ্রহের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের একটি দল আক্রান্ত হয়। আল-আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন নারী ও তার প্রাপ্তবয়স্ক কন্যাসহ অন্তত পাঁচজন রয়েছেন।
জাতিসংঘ বুধবার জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে মাত্র সাত দিনে ১ লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সহায়তার সরবরাহ কমে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র উল্লেখ করেছেন, ‘মাত্র এক সপ্তাহে, ১ লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে’, এবং জোর দিয়ে বলেন, গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৪০৮ জন আহত হয়েছেন এবং ইসরায়েল ১৮ মার্চ পুনরায় আগ্রাসন শুরুর পর থেকে ৮৩০ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার আরও অঞ্চল দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে তবে গাজা দখল করে নেওয়া হবে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নেতানিয়াহু এমন এক সময়ে এই হুমকি দিলেন, যারা মাত্র সপ্তাহ খানেক আগে তাঁর দেশ গাজায় নতুন করে হামলা চালানো শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছেন আর সর্বমোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
ইসরায়েলি পার্লামেন্টে নেসেটের শুনানিতে নেতানিয়াহু বলেন, ‘হামাস আমাদের বন্দীদের মুক্তি দিতে যত বেশি গড়িমসি করবে, আমরা তত বেশি শক্তিশালী দমন চালাব।’ এ সময় বিরোধী দলীয় সদস্যরা তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন। তিনি ইসরায়েলি আইনপ্রণেতা ও হামাসকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি বলছি—এর মধ্যে অঞ্চল দখল করা এবং অন্যান্য পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা আমি এখানে বিস্তারিত বলব না।’
এর আগে, গতকাল বুধবার হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে বন্দীদের উদ্ধারের চেষ্টা করলে তাদের হত্যা করা হতে পারে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘যতবার দখলদার বাহিনী জোরপূর্বক তাদের বন্দীদের ফিরিয়ে আনার চেষ্টা করেছে, ততবারই তারা কফিনে করে তাদের ফেরত নিয়ে গেছে।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি উল্লেখ করেছে, তারা (ইসরায়েলি) দখলদারদের বন্দীদের ‘জীবিত রাখার জন্য সম্ভাব্য সবকিছু করছে, কিন্তু নির্বিচারে জায়নবাদী বোমা হামলা তাদের জীবন বিপন্ন করছে।’ এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অভিযান চালানোর সময় ২৫১ জন বন্দীকে আটক করে আনে। যাদের মধ্যে ৫৮ জন এখনো গাজায় আছেন। ইসরায়েলি বাহিনী মনে করে, এই ৫৮ জনের মধ্যে ৩৪ জন মৃত।
এদিকে, গতকাল বুধবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, দখলদার বাহিনী ‘শিগগিরই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তিতে অভিযান চালাবে’ এবং শিগগির আরও বেশিসংখ্যক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে তিনি হুমকি দিয়েছিলেন, হামাস অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে গাজা ভূখণ্ডের কিছু অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হবে।
গত শুক্রবার এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘আমি (সেনাবাহিনীকে) গাজায় আরও বেশি অঞ্চল দখলের নির্দেশ দিয়েছি...হামাস যত বেশি বন্দীদের মুক্তি দিতে অস্বীকার করবে, তত বেশি অঞ্চল তারা হারাবে, যা ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে।’
অপরদিকে, গতকাল বুধবার মধ্য গাজায় দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এক হামলায় নুসেইরাত শরণার্থীশিবিরে একটি দাতব্য সংস্থার বিতরণ করা গরম খাবার সংগ্রহের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের একটি দল আক্রান্ত হয়। আল-আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন নারী ও তার প্রাপ্তবয়স্ক কন্যাসহ অন্তত পাঁচজন রয়েছেন।
জাতিসংঘ বুধবার জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে মাত্র সাত দিনে ১ লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সহায়তার সরবরাহ কমে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র উল্লেখ করেছেন, ‘মাত্র এক সপ্তাহে, ১ লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে’, এবং জোর দিয়ে বলেন, গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৪০৮ জন আহত হয়েছেন এবং ইসরায়েল ১৮ মার্চ পুনরায় আগ্রাসন শুরুর পর থেকে ৮৩০ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২২ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২২ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২২ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২২ দিন আগে