অনলাইন ডেস্ক
ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।
আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।
সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।
অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’
ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।
আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।
সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।
অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে