ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিমানটি একটি দোকানের ওপর ভেঙে পড়ে। পরে এটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১০ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান বিস্ফোরণের ঘটনায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ওই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এলেও বিমানটিতে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, প্রথমে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের চিমনিতে গিয়ে ধাক্কা মারে। এর পর এটি একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায়। শেষ পর্যন্ত একটি দোকানের ওপর গিয়ে এটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
এই দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, যাত্রীদের বেশির ভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’
গভর্নর ছাড়াও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও এই ঘটনায় স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।
উল্লেখ্য, গ্রামাদো হলো ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান।
চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।
ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিমানটি একটি দোকানের ওপর ভেঙে পড়ে। পরে এটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১০ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান বিস্ফোরণের ঘটনায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ওই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এলেও বিমানটিতে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, প্রথমে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের চিমনিতে গিয়ে ধাক্কা মারে। এর পর এটি একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায়। শেষ পর্যন্ত একটি দোকানের ওপর গিয়ে এটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
এই দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, যাত্রীদের বেশির ভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’
গভর্নর ছাড়াও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও এই ঘটনায় স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।
উল্লেখ্য, গ্রামাদো হলো ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান।
চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে