ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৪০ জনের বেশি। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া বৈকুণ্ঠ একাদশী উৎসবের ঠিক দুই দিন আগে এ দুর্ঘটনা ঘটল।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট নিতে হাজারো দর্শনার্থী অপেক্ষা করছিলেন। টিকিট বিতরণকেন্দ্রের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এরপর পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে আগামী ১০ জানুয়ারি থেকে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শন করা যাবে। শুধু বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ মেলে। আর এই সুযোগ পেতে আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। উৎসবের প্রথম তিন দিন ‘সরভা দর্শন’ (ফ্রি দর্শন) করতে ১ লাখ ২০ হাজার টিকিট বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম ও ভূদেবী কমপ্লেক্সের তিনটি তীর্থস্থানের পাশাপাশি সত্যনারায়ণপুরম, বৈরাগীপাত্তেদা, রামানাইডু স্কুলসহ তিরুপতির বিভিন্ন স্থানে ৯৪টি টিকিট বিতরণকেন্দ্র খোলা হয়েছে। আজ ভোর ৫টায় ১০ দিনের এই উৎসবের টিকিট বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই তিরুপতি তিরুমালা দেবস্থানে (টিটিডি) টিকিট বিতরণের কাউন্টারগুলোর সামনে ভিড় জমতে থাকে।
তিরুপতি পৌর কমিশনার এন মোরুয়া বলেন, বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে এমজিএম হাই স্কুলে টিকিট বিতরণ কেন্দ্রে গতকাল বুধবার সকালেই ৪-৫ হাজার মানুষ জড়ো হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানের পরিচালনা পর্ষদ। টিটিডির চেয়ারম্যান বি আর নাইডু বলেন, এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি গেট খোলা হয়। তখন ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘তিরুপতির ঘটনায় শোকাহত। নিহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সব ধরনের সাহায্য করতে অন্ধ্রপ্রদেশ সরকার প্রস্তুত রয়েছে।’
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৪০ জনের বেশি। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া বৈকুণ্ঠ একাদশী উৎসবের ঠিক দুই দিন আগে এ দুর্ঘটনা ঘটল।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট নিতে হাজারো দর্শনার্থী অপেক্ষা করছিলেন। টিকিট বিতরণকেন্দ্রের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এরপর পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে আগামী ১০ জানুয়ারি থেকে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শন করা যাবে। শুধু বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ মেলে। আর এই সুযোগ পেতে আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। উৎসবের প্রথম তিন দিন ‘সরভা দর্শন’ (ফ্রি দর্শন) করতে ১ লাখ ২০ হাজার টিকিট বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম ও ভূদেবী কমপ্লেক্সের তিনটি তীর্থস্থানের পাশাপাশি সত্যনারায়ণপুরম, বৈরাগীপাত্তেদা, রামানাইডু স্কুলসহ তিরুপতির বিভিন্ন স্থানে ৯৪টি টিকিট বিতরণকেন্দ্র খোলা হয়েছে। আজ ভোর ৫টায় ১০ দিনের এই উৎসবের টিকিট বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই তিরুপতি তিরুমালা দেবস্থানে (টিটিডি) টিকিট বিতরণের কাউন্টারগুলোর সামনে ভিড় জমতে থাকে।
তিরুপতি পৌর কমিশনার এন মোরুয়া বলেন, বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে এমজিএম হাই স্কুলে টিকিট বিতরণ কেন্দ্রে গতকাল বুধবার সকালেই ৪-৫ হাজার মানুষ জড়ো হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানের পরিচালনা পর্ষদ। টিটিডির চেয়ারম্যান বি আর নাইডু বলেন, এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি গেট খোলা হয়। তখন ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘তিরুপতির ঘটনায় শোকাহত। নিহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সব ধরনের সাহায্য করতে অন্ধ্রপ্রদেশ সরকার প্রস্তুত রয়েছে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে