Ajker Patrika

পশ্চিমবঙ্গে 'সেমি লকডাউন'

প্রতিনিধি
পশ্চিমবঙ্গে 'সেমি লকডাউন'

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় পশ্চিমবঙ্গে জারি করা হলো 'সেমি লকডাউন'। সবরকমের সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শপিংমল, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, সেলুন, বিউটিপার্লার, জিম প্রভৃতি। বাজারহাট সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

আগামী রোববার পশ্চিমবঙ্গে ভোটগণনা। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বিজয়মিছিল বা কোনও জমায়েত আগেই নিষিদ্ধ করেছে ভারতের নির্বাচন কমিশন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৮৯ জন কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন। নতুন করে প্রায় ১৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। ফলে রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখেরও বেশি। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮।

গোটা ভারতের পরিস্থিতিই ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লাখ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। নতুন করে প্রায় সাড়ে তিন হাজার মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বহু জায়গায় শ্মশান ও কবরস্থানেও লাশের ঠাঁই মিলছে না। হু হু করে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে উপচে পড়ছে ভিড়। তাই নতুন নতুন সেফ হোমও তৈরি হচ্ছে কোভিড রোগীদের জন্য। অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সামগ্রী জোগারে হিমশিম খাচ্ছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত