কলকাতা প্রতিনিধি
ভারতে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশটির বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে। ফলে মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।
পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে কয়লা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয়ের যাত্রীবাহী ট্রেনের অনেক ইঞ্জিনই যাত্রী বহন করা ট্রেনের ট্রিপ বাদ দিয়ে কয়লা বহনের ট্রেনে যুক্ত হয়েছে।
ভারতে কয়লার এমন অভাবের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে, রাজধানী দিল্লির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর প্রচণ্ড গরমে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। তবে সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অথচ কয়লার অভাবে উৎপাদন অনেকটাই কমে এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দ্রুত কয়লা সরবরাহ না বাড়ানো হলে হাসপাতাল কিংবা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাও ব্যাহত হতে পারে।
শুক্রবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। এখনই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে হলে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
অপরদিকে, ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও তীব্র গরমে নাভিশ্বাস জনগণের।
এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবারের আগে বৃষ্টির আশা কম। ফলে নাজেহাল অবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে।
ভারতে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশটির বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে। ফলে মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।
পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে কয়লা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয়ের যাত্রীবাহী ট্রেনের অনেক ইঞ্জিনই যাত্রী বহন করা ট্রেনের ট্রিপ বাদ দিয়ে কয়লা বহনের ট্রেনে যুক্ত হয়েছে।
ভারতে কয়লার এমন অভাবের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে, রাজধানী দিল্লির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর প্রচণ্ড গরমে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। তবে সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অথচ কয়লার অভাবে উৎপাদন অনেকটাই কমে এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দ্রুত কয়লা সরবরাহ না বাড়ানো হলে হাসপাতাল কিংবা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাও ব্যাহত হতে পারে।
শুক্রবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। এখনই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে হলে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
অপরদিকে, ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও তীব্র গরমে নাভিশ্বাস জনগণের।
এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবারের আগে বৃষ্টির আশা কম। ফলে নাজেহাল অবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫