মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিয়ে রেকর্ড গড়েছেন নিতীশ কুমার। তিনি গতকাল বুধবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজ্যটির রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান।
এনডিটিভি জানিয়েছে, নিতীশের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ সাতটি দল মিলে গঠন করেছে ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। এই মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গড়তে চলেছেন নিতীশ কুমার।
রাজ্য গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে একদফা বৈঠক করেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এ বিষয়ে অবগত।’
তবে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরের কার্যালয়ে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী এবং তাঁর ভাই তেজ প্রতাপকেও।
শপথগ্রহণের পর নিতীশ বলেন, ‘আমি ২০২০ সালের ফলালের পরে আর মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু আমাকে চাপের মধ্যে রাখা হয়েছিল।’
এদিকে বিজেপি অভিযোগ করে বলেছে, নিতীশ জনগণকে হতাশ করেছেন এবং তাদের ম্যান্ডেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ বৃহস্পতিবার পাটনায় দলটি বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এরপর তারা জেলাগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে দেবে বলে জানিয়েছে। রাজ্য বিজেপির প্রধান ড. সঞ্জয় জয়সওয়াল বলেছেন, ‘বিহারের মানুষ নিতীশ কুমারকে কখনোই ক্ষমা করবে না।’
মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিয়ে রেকর্ড গড়েছেন নিতীশ কুমার। তিনি গতকাল বুধবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজ্যটির রাজভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান।
এনডিটিভি জানিয়েছে, নিতীশের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ সাতটি দল মিলে গঠন করেছে ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। এই মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গড়তে চলেছেন নিতীশ কুমার।
রাজ্য গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে একদফা বৈঠক করেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এ বিষয়ে অবগত।’
তবে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরের কার্যালয়ে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী এবং তাঁর ভাই তেজ প্রতাপকেও।
শপথগ্রহণের পর নিতীশ বলেন, ‘আমি ২০২০ সালের ফলালের পরে আর মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু আমাকে চাপের মধ্যে রাখা হয়েছিল।’
এদিকে বিজেপি অভিযোগ করে বলেছে, নিতীশ জনগণকে হতাশ করেছেন এবং তাদের ম্যান্ডেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ বৃহস্পতিবার পাটনায় দলটি বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এরপর তারা জেলাগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে দেবে বলে জানিয়েছে। রাজ্য বিজেপির প্রধান ড. সঞ্জয় জয়সওয়াল বলেছেন, ‘বিহারের মানুষ নিতীশ কুমারকে কখনোই ক্ষমা করবে না।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫