চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের বছর হওয়ার পরও গত সপ্তাহে ভারতের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃচ্ছ্রসাধনের একটি বাজেট পেশ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এবারের অন্তর্বর্তী বাজেটে তেমন কোনো জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সাধারণ ভোটারবান্ধব পদক্ষেপের পরিবর্তে নির্মলা সীতারমন খাদ্য, সার ও জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছেন।
এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে, মোদির সরকার দরিদ্র কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি রুপি সরাসরি নগদ সহায়তা ঘোষণা করেছিল। আয়কর ছাড়ের আওতায় আনার কথা বলেছিল বেশিসংখ্যক মানুষের জন্য।
কিন্তু সীতারমণ গত বুধবার বাজেট অধিবেশন শুরুর পর বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পর ঘোষণা করা হবে। তাঁর এ বক্তব্যে কে ক্ষমতায় আসছেন, তা নিয়ে সামান্য সন্দেহ রয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য বিশদ রোডম্যাপ তুলে ধরবে।’
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের আগে ‘বেশ আত্মবিশ্বাসী’। মোদি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের খুশি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী অ্যাজেন্ডার মূল অংশগুলো বাস্তবায়ন করছেন।
বিজিপির সহসভাপতি তারিক মনসুর বলেছেন, ‘বিজেপি খুব ভালো করবে, কারণ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা রয়েছে। অর্থনীতির মতো আরও অনেক কারণ রয়েছে বিজিপির ভালো করার জন্য।’
চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের বছর হওয়ার পরও গত সপ্তাহে ভারতের বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃচ্ছ্রসাধনের একটি বাজেট পেশ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এবারের অন্তর্বর্তী বাজেটে তেমন কোনো জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সাধারণ ভোটারবান্ধব পদক্ষেপের পরিবর্তে নির্মলা সীতারমন খাদ্য, সার ও জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছেন।
এর আগে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে, মোদির সরকার দরিদ্র কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি রুপি সরাসরি নগদ সহায়তা ঘোষণা করেছিল। আয়কর ছাড়ের আওতায় আনার কথা বলেছিল বেশিসংখ্যক মানুষের জন্য।
কিন্তু সীতারমণ গত বুধবার বাজেট অধিবেশন শুরুর পর বলেছেন, পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পর ঘোষণা করা হবে। তাঁর এ বক্তব্যে কে ক্ষমতায় আসছেন, তা নিয়ে সামান্য সন্দেহ রয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে আমাদের সরকার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য বিশদ রোডম্যাপ তুলে ধরবে।’
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের আগে ‘বেশ আত্মবিশ্বাসী’। মোদি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের খুশি করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী অ্যাজেন্ডার মূল অংশগুলো বাস্তবায়ন করছেন।
বিজিপির সহসভাপতি তারিক মনসুর বলেছেন, ‘বিজেপি খুব ভালো করবে, কারণ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা রয়েছে। অর্থনীতির মতো আরও অনেক কারণ রয়েছে বিজিপির ভালো করার জন্য।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫