কলকাতা প্রতিনিধি
ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন।
এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন।
এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫