কলকাতা সংবাদদাতা
ভারতের হায়দরাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। হায়দরাবাদের সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অনেক মানুষ গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে সরকারি সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল ও উদ্ধারকারী দল কাজ করছে।
পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদন ও গবেষণা কেন্দ্রে এই বিস্ফোরণ হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, একটি বড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই আকাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়া।
জানা গেছে, একটি রাসায়নিক রিঅ্যাক্টরের ভিতরেই এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। বহু শ্রমিক প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। হায়দরাবাদ প্রশাসন ও তেলেঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।
এই বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনো রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশ ও ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।
এ দুর্ঘটনা নিয়ে সিগাচি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। নিহতদের প্রতি শোকজ্ঞাপন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
ভারতের হায়দরাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। হায়দরাবাদের সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অনেক মানুষ গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে সরকারি সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল ও উদ্ধারকারী দল কাজ করছে।
পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদন ও গবেষণা কেন্দ্রে এই বিস্ফোরণ হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, একটি বড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই আকাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়া।
জানা গেছে, একটি রাসায়নিক রিঅ্যাক্টরের ভিতরেই এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। বহু শ্রমিক প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। হায়দরাবাদ প্রশাসন ও তেলেঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।
এই বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনো রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশ ও ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।
এ দুর্ঘটনা নিয়ে সিগাচি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। নিহতদের প্রতি শোকজ্ঞাপন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে