ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’
উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।
ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
সূত্রঃ এনডিটিভি
ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’
উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।
ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
সূত্রঃ এনডিটিভি
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫