ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটির বিরোধীদলীয় দুই গুরুত্বপূর্ণ নেতা—কংগ্রেসের গোলাম নবী আজাদ ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বুদ্ধদেব এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা জন্য নাম এসেছে সংগীত শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়েরও। তবে তিনিও এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ পেয়েছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বিজেপি নেতা কল্যাণ সিং। উল্লেখ্য, প্রদেশটিতে আগামী মাসেই বিধানসভা নির্বাচন।
এদিকে কংগ্রেসের সঙ্গে গোলাম নবী আজাদের যখন বিরোধ চলছে তখনই এই পুরস্কারের তালিকায় তার নাম এলো।
আজ মঙ্গলবার রাতে বুদ্ধদেব বিবৃতি দিয়ে বলেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।’
পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘এভাবে কেউ পদ্মশ্রী দেয়? আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর দরকার নেই। শ্রোতারাই আমার সব।’
২০১১ সালের কাছে তৃণমূলের কাছে বড় হারের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ওই রাজ্যের শেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী।
এদিকে ভারতের প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, করোনা টিকা তৈরির জন্য কৃষ্ণা ইলা, সুচিত্রা ইলা ও সাইরাস পুনেওয়ালা, ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তবিদ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাও পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন।
এ ছাড়া উচ্চাঙ্গসংগীত শিল্পী ডা. পার্ভা ও রশিদ খানকেও পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এ ছাড়া ভারতের অলিম্পিকে সোনাজয়ী নিরাজ চোপড়া, প্যারা অলিম্পিকে সোনাজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া সুমিত অন্তিল ও প্রমোদ ভগতের নামও রয়েছে পদ্ম সম্মাননা পাওয়াদের তালিকায়।
চলতি বছর চারজনকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ এবং ১০৭ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে বিজেপি সরকার। তাঁদের মধ্যে ৩৪ জন নারী রয়েছে। আর ১৩ জন পেয়েছেন মরণোত্তর সম্মাননা।
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটির বিরোধীদলীয় দুই গুরুত্বপূর্ণ নেতা—কংগ্রেসের গোলাম নবী আজাদ ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বুদ্ধদেব এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা জন্য নাম এসেছে সংগীত শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়েরও। তবে তিনিও এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ পেয়েছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বিজেপি নেতা কল্যাণ সিং। উল্লেখ্য, প্রদেশটিতে আগামী মাসেই বিধানসভা নির্বাচন।
এদিকে কংগ্রেসের সঙ্গে গোলাম নবী আজাদের যখন বিরোধ চলছে তখনই এই পুরস্কারের তালিকায় তার নাম এলো।
আজ মঙ্গলবার রাতে বুদ্ধদেব বিবৃতি দিয়ে বলেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।’
পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘এভাবে কেউ পদ্মশ্রী দেয়? আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর দরকার নেই। শ্রোতারাই আমার সব।’
২০১১ সালের কাছে তৃণমূলের কাছে বড় হারের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ওই রাজ্যের শেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী।
এদিকে ভারতের প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, করোনা টিকা তৈরির জন্য কৃষ্ণা ইলা, সুচিত্রা ইলা ও সাইরাস পুনেওয়ালা, ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তবিদ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাও পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন।
এ ছাড়া উচ্চাঙ্গসংগীত শিল্পী ডা. পার্ভা ও রশিদ খানকেও পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এ ছাড়া ভারতের অলিম্পিকে সোনাজয়ী নিরাজ চোপড়া, প্যারা অলিম্পিকে সোনাজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া সুমিত অন্তিল ও প্রমোদ ভগতের নামও রয়েছে পদ্ম সম্মাননা পাওয়াদের তালিকায়।
চলতি বছর চারজনকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ এবং ১০৭ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে বিজেপি সরকার। তাঁদের মধ্যে ৩৪ জন নারী রয়েছে। আর ১৩ জন পেয়েছেন মরণোত্তর সম্মাননা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫