Ajker Patrika

সায়নী ঘোষ নির্দোষ, দাবি তৃণমূলের

কলকাতা প্রতিনিধি
সায়নী ঘোষ নির্দোষ, দাবি তৃণমূলের

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে। 

তৃণমূলের দাবি, পুরোটাই ষড়যন্ত্র। সায়নী নির্দোষ। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জির অভিযোগ, ত্রিপুরায় গণতন্ত্র নেই। সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না বিপ্লব দেবের সরকার। নির্লজ্জ বলেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে আজ সোমবার অভিষেকের পদযাত্রা রয়েছে আগরতলায়। 

গতকাল রোববার থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করায় তৃণমূল নেত্রী ও সাংসদ সুস্মিতা দেব ক্ষোভ জানিয়ে বলেন, অভিষেক ব্যানার্জির সফর ভেস্তে দিতেই রাজ্য পুলিশ ষড়যন্ত্রে শামিল হয়েছে। 

সুস্মিতা দেব জানান, রোববার সকালে থানায় দেখা করতে বলা হয় সায়নীকে। সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, পুলিশ বেআইনিভাবে ডেকে পাঠালেও তাঁরা আইনের প্রতি শ্রদ্ধা থেকেই থানায় হাজির হয়েছিলেন। সেখানে নিয়ে বিজেপি সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এমনকি মেরে ফেলার চেষ্টাও করা হয়। 

পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র ভূলুণ্ঠিত। জঙ্গলরাজ চলছে।’ 

পুলিশ জানিয়েছে, সায়নীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩,১৫৩ এ,৫০৬, ৩০৭ ও ১২০ বি-তে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। 
 
সায়নীর গাড়ি আগরতলায় আশ্রম চৌমহনি এলাকায় স্থানীয় মানুষকে চাপা দিতে গিয়েছিল বলে অভিযোগ পুলিশের। তবে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়নি। 

সায়নী গত শনিবার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভায় হাতে গুনে ৫০ জন লোক। এর থেকে বেশি আমাদের ক্যান্ডিডেটদের সভায় দেখা যাচ্ছে। ত্রিপুরার মা-মাটি-মানুষের সমর্থনে চোখে চোখ রেখে খেলা হবে ও বিজেপির গুন্ডারাজের অবসান ঘটবে। জয় ত্রিপুরা।’ 

তৃণমূল নেতাদের ওপর হামলা ও গ্রেপ্তারকে কটাক্ষ করে এক টুইট বার্তায় অভিষেক ব্যানার্জি বলেন, ‘বিপ্লব দেব এতটাই নির্লজ্জ হয়ে উঠেছেন যে, এখন সুপ্রিম কোর্টের আদেশ নিয়েও তিনি আর মাথা ঘামান বলে মনে হয় না। তিনি আমাদের সমর্থকদের এবং আমাদের মহিলা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে বারবার তাঁদের ওপর আক্রমণ করার জন্য গুন্ডা পাঠিয়েছেন! গণতন্ত্রকে উপহাস করছে ত্রিপুরার বিজেপি। এটা আমার ভারত নয়।’

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পৌর ভোট। প্রচারের শেষসময়েও উত্তেজনা তুঙ্গে। এদিন বাইক বাহিনী ব্যাপক হামলা চালায়। তৃণমূলের একাধিক পার্টি অফিস ভাঙচুর করা হয়। জখম হয়েছেন বেশ কয়েকজন। তৃণমূলের তরফে শাসকদলের দিকে আঙুল তোলা হলেও বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অশান্তি সৃষ্টির জন্য তৃণমূলকেই দায়ী করেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত