অনলাইন ডেস্ক
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে তথাকথিত ‘বিদেশি’ ঘোষিতদের বাংলাদেশে ‘পুশ ইন’ করছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, তাঁর রাজ্য বিদেশি ট্রাইব্যুনাল (এফটি) ঘোষিত ‘বিদেশি’ ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ওই আদেশে আদালত আসামকে মাটিয়া আটক কেন্দ্রে থাকা ‘ঘোষিত বিদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু না করায় ভর্ৎসনা করেছিলেন।
গত ২৩ মে থেকে আসামজুড়ে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ব্যাপকভাবে আটক করা হচ্ছে। আটক অনেক পরিবারই তাদের স্বজনদের অবস্থান সম্পর্কে জানে না এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পায়নি। তারপরও এই লোকজনকে খুব একটা যাচাই বাছাই না করেই বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে। যদিও ভারত বিষয়টি ‘পুশ ব্যাক’ বলে দাবি করছে। পুশ ব্যাক বলতে অনানুষ্ঠানিকভাবে মানুষকে সীমান্ত পার করে দেওয়াকে বোঝায়। বিপরীতে নির্বাসনে একটি দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পারস্পরিক যাচাই-বাছাইয়ের পর একজন ব্যক্তি অন্য দেশের নাগরিক বলে নিশ্চিত করা হয়।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টের একটি মামলা আছে এবং সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন যে, যারা বিদেশি ঘোষিত হয়েছে, তাদের যেকোনো উপায়ে (তাদের দেশে) ফেরত পাঠাতে হবে। যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে, কিন্তু আদালতে আপিলও করেননি, আমরা তাদের পুশ ব্যাক (পুশ ইন) করছি। যদি তাদের মধ্যে কেউ আমাদের বলেন যে, তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল আছে, তাহলে আমরা তাদের বিরক্ত করছি না।’
এ সময় হিমন্ত গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা বলেন। বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের দেওয়া আদেশে আসামের ‘অবৈধ বিদেশিদের’ জন্য নির্ধারিত মাটিয়া ট্রানজিট ক্যাম্পের বন্দীদের অবস্থা জানতে চাওয়া হয়। জবাবে রাজ্য সরকার জানায়, ৬৩ জন ঘোষিত বিদেশি বন্দীর নির্বাসন প্রক্রিয়া শুরু করা হয়নি, কারণ তাদের ঠিকানা জানা নেই।
আরও খবর পড়ুন:
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে তথাকথিত ‘বিদেশি’ ঘোষিতদের বাংলাদেশে ‘পুশ ইন’ করছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, তাঁর রাজ্য বিদেশি ট্রাইব্যুনাল (এফটি) ঘোষিত ‘বিদেশি’ ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ওই আদেশে আদালত আসামকে মাটিয়া আটক কেন্দ্রে থাকা ‘ঘোষিত বিদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু না করায় ভর্ৎসনা করেছিলেন।
গত ২৩ মে থেকে আসামজুড়ে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ব্যাপকভাবে আটক করা হচ্ছে। আটক অনেক পরিবারই তাদের স্বজনদের অবস্থান সম্পর্কে জানে না এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পায়নি। তারপরও এই লোকজনকে খুব একটা যাচাই বাছাই না করেই বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে। যদিও ভারত বিষয়টি ‘পুশ ব্যাক’ বলে দাবি করছে। পুশ ব্যাক বলতে অনানুষ্ঠানিকভাবে মানুষকে সীমান্ত পার করে দেওয়াকে বোঝায়। বিপরীতে নির্বাসনে একটি দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পারস্পরিক যাচাই-বাছাইয়ের পর একজন ব্যক্তি অন্য দেশের নাগরিক বলে নিশ্চিত করা হয়।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টের একটি মামলা আছে এবং সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন যে, যারা বিদেশি ঘোষিত হয়েছে, তাদের যেকোনো উপায়ে (তাদের দেশে) ফেরত পাঠাতে হবে। যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে, কিন্তু আদালতে আপিলও করেননি, আমরা তাদের পুশ ব্যাক (পুশ ইন) করছি। যদি তাদের মধ্যে কেউ আমাদের বলেন যে, তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল আছে, তাহলে আমরা তাদের বিরক্ত করছি না।’
এ সময় হিমন্ত গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা বলেন। বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের দেওয়া আদেশে আসামের ‘অবৈধ বিদেশিদের’ জন্য নির্ধারিত মাটিয়া ট্রানজিট ক্যাম্পের বন্দীদের অবস্থা জানতে চাওয়া হয়। জবাবে রাজ্য সরকার জানায়, ৬৩ জন ঘোষিত বিদেশি বন্দীর নির্বাসন প্রক্রিয়া শুরু করা হয়নি, কারণ তাদের ঠিকানা জানা নেই।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে