ভারতের ত্রিপুরা রাজ্যে পৌর ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। এর মধ্যে চমক দেখিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
আগরতলা পৌরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১১২টি আসনে অন্য কোনো দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি ২২২টি আসনে ভোট গ্রহণ হয়। আজ রোববার তার ফল ঘোষণা করা হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টিতে জিতেছে বিজেপি।
রাজ্যে যে ২২২টি আসনে ভোট হয়েছে এর মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সব কটি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি।
আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামুড়া (১৩ আসন), অমরপুর (১৩ আসন), বিলোনিয়াতে (১৩ আসন) সব কটি আসনে জয়ী গেরুয়া শিবির।
ফলাফল ঘোষণার পর ‘ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘ঐতিহাসিক দিন। সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্যকে যেভাবে পদদলিত করা হচ্ছিল তারই উত্তর দিয়েছেন ত্রিপুরাবাসী।’
অপরদিকে আগরতলায় ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দুমাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তারপরও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’
আরেক টুইটে কুণাল বলেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।’
ভারতের ত্রিপুরা রাজ্যে পৌর ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। এর মধ্যে চমক দেখিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
আগরতলা পৌরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১১২টি আসনে অন্য কোনো দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। বাকি ২২২টি আসনে ভোট গ্রহণ হয়। আজ রোববার তার ফল ঘোষণা করা হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। মোট ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টিতে জিতেছে বিজেপি।
রাজ্যে যে ২২২টি আসনে ভোট হয়েছে এর মধ্যে ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সব কটি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি।
আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামুড়া (১৩ আসন), অমরপুর (১৩ আসন), বিলোনিয়াতে (১৩ আসন) সব কটি আসনে জয়ী গেরুয়া শিবির।
ফলাফল ঘোষণার পর ‘ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘ঐতিহাসিক দিন। সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্যকে যেভাবে পদদলিত করা হচ্ছিল তারই উত্তর দিয়েছেন ত্রিপুরাবাসী।’
অপরদিকে আগরতলায় ২৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দুমাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তারপরও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’
আরেক টুইটে কুণাল বলেন, ‘হামলা, মামলা, তাণ্ডব করে ছাপ্পা ভোটের পুরবোর্ড গড়ছে বিজেপি। আর মানুষের মন জয় করেছে তৃণমূল। ২০২৩-এ তৃণমূলের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে