মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এক বক্তৃতায় চড় দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। গ্রেপ্তারের আট ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান। জামিন পেলেও বিজেপির এ নেতাকে বেশ কিছু শর্ত মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে আগামীতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রায়গড় কোর্টের বিচারক বলেছেন, ‘গ্রেপ্তারের কারণ এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তাঁকে গ্রেপ্তার করা আমার কাছে যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসিকে নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যরাতে জারি করা নোটিশে মন্ত্রীকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নাসিক পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি জামিনে মুক্ত হন। ১৫ হাজার রুপি মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। এছাড়া আগামী ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর রানেকে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়।
প্রসঙ্গত, দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।
নারায়ণ রানে বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এক বক্তৃতায় চড় দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। গ্রেপ্তারের আট ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান। জামিন পেলেও বিজেপির এ নেতাকে বেশ কিছু শর্ত মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে আগামীতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রায়গড় কোর্টের বিচারক বলেছেন, ‘গ্রেপ্তারের কারণ এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তাঁকে গ্রেপ্তার করা আমার কাছে যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে।’
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসিকে নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যরাতে জারি করা নোটিশে মন্ত্রীকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নাসিক পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি জামিনে মুক্ত হন। ১৫ হাজার রুপি মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। এছাড়া আগামী ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর রানেকে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়।
প্রসঙ্গত, দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।
নারায়ণ রানে বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫