প্রেম করে বাড়ি থেকে পালিয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের মুসলিম যুবক সাফি খান এবং হিন্দু তরুণী সারিকা সেন। পরে তাঁরা পুলিশি নিরাপত্তা দাবি করে আদালতের দ্বারস্থ হন। তবে উত্তর প্রদেশের হাইকোর্ট তাঁদের জানিয়ে দিয়েছে—স্বতন্ত্র মুসলিম আইনে হিন্দু-মুসলিমের বিয়ে বৈধ নয়, এমনকি ভারতের বিশেষ বিবাহ আইনে সম্পন্ন হলেও এই বিয়ে অবৈধ।
ভারতে মুসলিম নাগরিকদের জন্য কিছু বিষয়ে ‘স্বতন্ত্র মুসলিম আইনের’ বিধান রয়েছে। এই আইনের অধীনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিয়ে, উত্তরাধিকার এবং দান-অনুদানের ক্ষেত্রে নিজস্ব ধর্মীয় পথ অনুসরণ করেন। এই বিষয়টিকে ইঙ্গিত করেই শুক্রবার উত্তর প্রদেশ হাইকোর্টের বিচারক জি এস আহলুবালিয়া মত দেন—মুসলিম আইন কোনো মুসলিম ব্যক্তির সঙ্গে কোনো অগ্নি উপাসকের বিয়েকে অনুমোদন করে না।
আদালতের শুনানিতে সাফি ও সারিকা জানান, তাঁরা ভারতে প্রচলিত বিশেষ বিবাহ আইনে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। এই আইনটি আলাদা দুটি ধর্মের মানুষদের মধ্যে বিয়ের স্বীকৃতি দেয়। কিন্তু দুই পরিবারের হুমকির মুখে শেষ পর্যন্ত এভাবে বিয়ে করতে ব্যর্থ হন তাঁরা। এ অবস্থায় বিয়ে নিবন্ধনের আগ পর্যন্ত আদালতের কাছে নিরাপত্তা দাবির পাশাপাশি দুই পরিবারের দায়ের করা কয়েকটি মামলা থেকে রেহাই পেতে আদালতের কাছে আবেদন করেন সাফি ও সারিকা।
আদালতের কাছে ওই প্রেমিক যুগল দাবি করেন, বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের পর তাঁরা ধর্মান্তরিত হবেন না। সারিকা হিন্দুই থেকে যাবেন, আর সাফি মুসলিম। একে অপরের ধর্মীয় আচারের অপর তাঁরা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। এ ক্ষেত্রে তাঁরা স্বতন্ত্র মুসলিম আইনকে অগ্রাহ্য করবেন।
এদিকে সাফি ও সারিকার আবেদনের বিরোধিতা করে সারিকার পরিবার অভিযোগ করেছে, তাঁদের কন্যা পারিবারিক স্বর্ণ–গয়না ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আর দুই ধর্মের মধ্যে এই বিয়ে সম্পন্ন হলে সামাজিকভাবে তাঁরা একঘরে হয়ে পড়বে।
দুই পক্ষের যুক্তি তর্ক শুনে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত মত দেন—মুসলিম পুরুষ এবং মূর্তিপূজক নারীর মধ্যে বিয়েকে ‘ফাসাদ’ হিসেবে বিবেচনা করা হয়, তবে এটি বাতিল নয়।
বিচারক আহলুয়ালিয়া বলেন, ‘মোহাম্মদি আইন অনুযায়ী, একজন মুসলিম যুবকের সঙ্গে যদি মূর্তি পূজারি কিংবা অগ্নি উপাসক কোনো নারীর বিয়ে হয়, তবে এটি বৈধ নয়। এমনকি এটি দেশের বিশেষ বিবাহ আইনে অনুষ্ঠিত হলেও নয়। এই বিয়েকে তখন “ফাসাদ” হিসেবে আখ্যায়িত করা হবে।’
শুনানি শেষে পর্যন্ত সাফি ও সারিকার পুলিশি নিরাপত্তা ও অন্যান্য দাবি সংবলিত আবেদন খারিজ করে দেন আদালত।
প্রেম করে বাড়ি থেকে পালিয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের মুসলিম যুবক সাফি খান এবং হিন্দু তরুণী সারিকা সেন। পরে তাঁরা পুলিশি নিরাপত্তা দাবি করে আদালতের দ্বারস্থ হন। তবে উত্তর প্রদেশের হাইকোর্ট তাঁদের জানিয়ে দিয়েছে—স্বতন্ত্র মুসলিম আইনে হিন্দু-মুসলিমের বিয়ে বৈধ নয়, এমনকি ভারতের বিশেষ বিবাহ আইনে সম্পন্ন হলেও এই বিয়ে অবৈধ।
ভারতে মুসলিম নাগরিকদের জন্য কিছু বিষয়ে ‘স্বতন্ত্র মুসলিম আইনের’ বিধান রয়েছে। এই আইনের অধীনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিয়ে, উত্তরাধিকার এবং দান-অনুদানের ক্ষেত্রে নিজস্ব ধর্মীয় পথ অনুসরণ করেন। এই বিষয়টিকে ইঙ্গিত করেই শুক্রবার উত্তর প্রদেশ হাইকোর্টের বিচারক জি এস আহলুবালিয়া মত দেন—মুসলিম আইন কোনো মুসলিম ব্যক্তির সঙ্গে কোনো অগ্নি উপাসকের বিয়েকে অনুমোদন করে না।
আদালতের শুনানিতে সাফি ও সারিকা জানান, তাঁরা ভারতে প্রচলিত বিশেষ বিবাহ আইনে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। এই আইনটি আলাদা দুটি ধর্মের মানুষদের মধ্যে বিয়ের স্বীকৃতি দেয়। কিন্তু দুই পরিবারের হুমকির মুখে শেষ পর্যন্ত এভাবে বিয়ে করতে ব্যর্থ হন তাঁরা। এ অবস্থায় বিয়ে নিবন্ধনের আগ পর্যন্ত আদালতের কাছে নিরাপত্তা দাবির পাশাপাশি দুই পরিবারের দায়ের করা কয়েকটি মামলা থেকে রেহাই পেতে আদালতের কাছে আবেদন করেন সাফি ও সারিকা।
আদালতের কাছে ওই প্রেমিক যুগল দাবি করেন, বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের পর তাঁরা ধর্মান্তরিত হবেন না। সারিকা হিন্দুই থেকে যাবেন, আর সাফি মুসলিম। একে অপরের ধর্মীয় আচারের অপর তাঁরা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। এ ক্ষেত্রে তাঁরা স্বতন্ত্র মুসলিম আইনকে অগ্রাহ্য করবেন।
এদিকে সাফি ও সারিকার আবেদনের বিরোধিতা করে সারিকার পরিবার অভিযোগ করেছে, তাঁদের কন্যা পারিবারিক স্বর্ণ–গয়না ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আর দুই ধর্মের মধ্যে এই বিয়ে সম্পন্ন হলে সামাজিকভাবে তাঁরা একঘরে হয়ে পড়বে।
দুই পক্ষের যুক্তি তর্ক শুনে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত মত দেন—মুসলিম পুরুষ এবং মূর্তিপূজক নারীর মধ্যে বিয়েকে ‘ফাসাদ’ হিসেবে বিবেচনা করা হয়, তবে এটি বাতিল নয়।
বিচারক আহলুয়ালিয়া বলেন, ‘মোহাম্মদি আইন অনুযায়ী, একজন মুসলিম যুবকের সঙ্গে যদি মূর্তি পূজারি কিংবা অগ্নি উপাসক কোনো নারীর বিয়ে হয়, তবে এটি বৈধ নয়। এমনকি এটি দেশের বিশেষ বিবাহ আইনে অনুষ্ঠিত হলেও নয়। এই বিয়েকে তখন “ফাসাদ” হিসেবে আখ্যায়িত করা হবে।’
শুনানি শেষে পর্যন্ত সাফি ও সারিকার পুলিশি নিরাপত্তা ও অন্যান্য দাবি সংবলিত আবেদন খারিজ করে দেন আদালত।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে