প্রতিনিধি, কলকাতা
ভারতের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা পানির তলায়। রাজ্যটির পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে নিম্নাঞ্চলের রাজ্য আসামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভয়াবহ বন্যার কবলে অরুণাচল প্রদেশ। ইটানগরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাশের জেলা পাপুম পারেও বন্যা কবলিত। তবে সিয়াং নদীর পানি কিছুটা কমায় পূর্ব সিয়াং জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইটানগরের নীরজুলি থানা এখন পুরোপুরি জলমগ্ন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেন্দর সিং সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মীরা এখন ব্যস্ত থানার জরুরি কাগজপত্র উদ্ধারে। বাকি কাজ লাটে উঠেছে।
এদিকে, অরুণাচলে বন্যার কারণে আসামে পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই রাজ্যটির ২১টি জেলা বন্যা কবলিত। বৃহস্পতিবার ২ শিশু-সহ ৪ জনের মৃত্যুতে রাজ্যে চলতি মৌসুমে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮।
আসামের ১২৩০টি গ্রাম বন্যা কবলিত। ১০৫টি ত্রাণ শিবিরে ৪ হাজার ১৬৯ জন মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ৮১ জন গর্ভবতী ও ৯৩৫ জন শিশুও রয়েছে।
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও রয়েছে।
আসামের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।
ভারতের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা পানির তলায়। রাজ্যটির পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে নিম্নাঞ্চলের রাজ্য আসামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভয়াবহ বন্যার কবলে অরুণাচল প্রদেশ। ইটানগরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাশের জেলা পাপুম পারেও বন্যা কবলিত। তবে সিয়াং নদীর পানি কিছুটা কমায় পূর্ব সিয়াং জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইটানগরের নীরজুলি থানা এখন পুরোপুরি জলমগ্ন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেন্দর সিং সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মীরা এখন ব্যস্ত থানার জরুরি কাগজপত্র উদ্ধারে। বাকি কাজ লাটে উঠেছে।
এদিকে, অরুণাচলে বন্যার কারণে আসামে পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই রাজ্যটির ২১টি জেলা বন্যা কবলিত। বৃহস্পতিবার ২ শিশু-সহ ৪ জনের মৃত্যুতে রাজ্যে চলতি মৌসুমে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮।
আসামের ১২৩০টি গ্রাম বন্যা কবলিত। ১০৫টি ত্রাণ শিবিরে ৪ হাজার ১৬৯ জন মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ৮১ জন গর্ভবতী ও ৯৩৫ জন শিশুও রয়েছে।
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও রয়েছে।
আসামের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫