গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্বের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই দাঙ্গায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সক্রিয় ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্র নিয়ে তীব্র আপত্তির কথা জানিয়েছে মোদি সরকার। বিবিসি নির্মিত ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শনকে কেন্দ্র করে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা থেকে বিরত রাখতে দুই দিন আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার দুই দিন পর প্রামাণ্যচিত্র প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় ও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রামাণ্যচিত্র প্রদর্শনে বাধা দিচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, মোদিকে নিয়ে বিবিসি নির্মিত ওই প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাইরে বড় সমাগমের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয়ই দিল্লির উত্তরে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর সবার ফোন এবং ল্যাপটপে ভিডিওটি দেখতে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড দেওয়া হয়। কিছুসংখ্যক শিক্ষার্থী স্লোগান দেওয়া শুরু করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসম্মুখে এটি প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। তবে কেউ যদি নিজেদের ফোনে দেখে, এটি তাঁদের বিষয়।
পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এটি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং শিক্ষার্থীরা যদি প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য জড়ো হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রজনী আব্বি বলেছেন, তিনি এ বিষয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন এবং তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
এদিকে আজ শুক্রবারের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বাতিল করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার বলেছিলেন, প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
গত বুধবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়।
এর আগে গত সোমবার হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি (এইচসিইউ), স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) এবং মুসলিম স্টুডেন্ট ফেডারেশন ক্যাম্পাসের ভেতরে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করেছিল। এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। এরপর বৃহস্পতিবার ফের প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করে বাম ছাত্রদের দল এসএফআই।
এ ছাড়া পশ্চিমবঙ্গের বাম ছাত্রসংগঠনগুলো কলকাতার অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পরিকল্পনা নিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্বের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই দাঙ্গায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সক্রিয় ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্র নিয়ে তীব্র আপত্তির কথা জানিয়েছে মোদি সরকার। বিবিসি নির্মিত ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শনকে কেন্দ্র করে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা থেকে বিরত রাখতে দুই দিন আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার দুই দিন পর প্রামাণ্যচিত্র প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় ও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রামাণ্যচিত্র প্রদর্শনে বাধা দিচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, মোদিকে নিয়ে বিবিসি নির্মিত ওই প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাইরে বড় সমাগমের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয়ই দিল্লির উত্তরে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর সবার ফোন এবং ল্যাপটপে ভিডিওটি দেখতে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড দেওয়া হয়। কিছুসংখ্যক শিক্ষার্থী স্লোগান দেওয়া শুরু করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসম্মুখে এটি প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। তবে কেউ যদি নিজেদের ফোনে দেখে, এটি তাঁদের বিষয়।
পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এটি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং শিক্ষার্থীরা যদি প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য জড়ো হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রজনী আব্বি বলেছেন, তিনি এ বিষয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন এবং তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
এদিকে আজ শুক্রবারের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বাতিল করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার বলেছিলেন, প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
গত বুধবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়।
এর আগে গত সোমবার হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি (এইচসিইউ), স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) এবং মুসলিম স্টুডেন্ট ফেডারেশন ক্যাম্পাসের ভেতরে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করেছিল। এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। এরপর বৃহস্পতিবার ফের প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করে বাম ছাত্রদের দল এসএফআই।
এ ছাড়া পশ্চিমবঙ্গের বাম ছাত্রসংগঠনগুলো কলকাতার অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পরিকল্পনা নিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫