নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’
চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ।
বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’
চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ।
বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে