অনলাইন ডেস্ক
বিহারের গয়া জেলায় পঞ্চম শ্রেণির ছাত্রকে চড় মারার অভিযোগে এক শিক্ষককে বেদম পিটিয়েছেন তাঁর মা-বাবা। ওই শিক্ষককে মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যাওয়া অন্য শিক্ষকও তাঁদের রোষানলে পড়েন। উভয় শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় ওই অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত স্কুলের শ্রেণিকক্ষে দুই ছাত্রের ঝগড়া থেকে। তাঁদের এক সহপাঠী বিষয়টি শিক্ষক রাকেশ রঞ্জন শ্রীবাস্তবকে জানায়। তিনি দ্রুত শ্রেণিকক্ষে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং দুই ছাত্রকেই চড় মারেন। দুজনে তাৎক্ষণিকভাবে শান্ত হলেও তাদের একজন স্কুল ছেড়ে পালিয়ে যায় এবং বাড়ি গিয়ে মা-বাবার কাছে শিক্ষকের হাতে চড় খাওয়ার কথা জানায়।
কিছুক্ষণ পরেই ওই ছাত্রের মা-বাবা স্কুলে গিয়ে হইচই শুরু করেন এবং রাকেশ রঞ্জনকে খুঁজতে থাকেন। তাঁকে দেখতে পাওয়ার পর কোনো কথাবার্তা ছাড়াই তাঁকে তাঁরা চড় মারতে শুরু করেন। লাঠি দিয়েও ওই শিক্ষককে পেটানো হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঘটনাটি থামাতে এগিয়ে আসা স্কুলের অন্য এক শিক্ষক ও কর্মচারীকেও পেটান ওই অভিভাবক। স্কুলের এক শিক্ষিকা রাকেশ রঞ্জনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি তাঁরা।
ওই অভিভাবকের এমন কর্মকাণ্ডে স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মারধরের ঘটনা দেখে স্কুলের ছোট ছোট বাচ্চারা ভয়ে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর গুরুতর আহত রাকেশ রঞ্জন ও আরেক শিক্ষক ধর্মেন্দ্র কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। রাকেশের হাতে ও কোমরে আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে।
পরে রাকেশের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।
এই ঘটনার নিন্দা জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার বলেন, ‘এটি কেবল একজন শিক্ষকের ওপর নয়, গোটা শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। শিক্ষার্থীদের শিক্ষা ও শিক্ষকদের নিরাপত্তা দুটিই সমান গুরুত্বপূর্ণ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
বিহারের গয়া জেলায় পঞ্চম শ্রেণির ছাত্রকে চড় মারার অভিযোগে এক শিক্ষককে বেদম পিটিয়েছেন তাঁর মা-বাবা। ওই শিক্ষককে মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যাওয়া অন্য শিক্ষকও তাঁদের রোষানলে পড়েন। উভয় শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় ওই অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত স্কুলের শ্রেণিকক্ষে দুই ছাত্রের ঝগড়া থেকে। তাঁদের এক সহপাঠী বিষয়টি শিক্ষক রাকেশ রঞ্জন শ্রীবাস্তবকে জানায়। তিনি দ্রুত শ্রেণিকক্ষে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং দুই ছাত্রকেই চড় মারেন। দুজনে তাৎক্ষণিকভাবে শান্ত হলেও তাদের একজন স্কুল ছেড়ে পালিয়ে যায় এবং বাড়ি গিয়ে মা-বাবার কাছে শিক্ষকের হাতে চড় খাওয়ার কথা জানায়।
কিছুক্ষণ পরেই ওই ছাত্রের মা-বাবা স্কুলে গিয়ে হইচই শুরু করেন এবং রাকেশ রঞ্জনকে খুঁজতে থাকেন। তাঁকে দেখতে পাওয়ার পর কোনো কথাবার্তা ছাড়াই তাঁকে তাঁরা চড় মারতে শুরু করেন। লাঠি দিয়েও ওই শিক্ষককে পেটানো হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঘটনাটি থামাতে এগিয়ে আসা স্কুলের অন্য এক শিক্ষক ও কর্মচারীকেও পেটান ওই অভিভাবক। স্কুলের এক শিক্ষিকা রাকেশ রঞ্জনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি তাঁরা।
ওই অভিভাবকের এমন কর্মকাণ্ডে স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মারধরের ঘটনা দেখে স্কুলের ছোট ছোট বাচ্চারা ভয়ে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর গুরুতর আহত রাকেশ রঞ্জন ও আরেক শিক্ষক ধর্মেন্দ্র কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। রাকেশের হাতে ও কোমরে আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে।
পরে রাকেশের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।
এই ঘটনার নিন্দা জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার বলেন, ‘এটি কেবল একজন শিক্ষকের ওপর নয়, গোটা শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। শিক্ষার্থীদের শিক্ষা ও শিক্ষকদের নিরাপত্তা দুটিই সমান গুরুত্বপূর্ণ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে