কলকাতা সংবাদদাতা
পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের শৌচালয়ের জানলা ভেঙে পালিয়েছেন বিচারাধীন এক বাংলাদেশি বন্দী। তাঁর নাম রাজু মিঞা। তিনি গত ৬ জুলাই মাথার যন্ত্রণা ও পেটে ব্যথা নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর গত রোববার মধ্যরাতে হাসপাতালে শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান বাংলাদেশি বিচারাধীন বন্দী।
পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, বিচারাধীন বাংলাদেশি বন্দী রাজু মিঞার বাড়ি বাংলাদেশের রংপুরে। আরও জানা গেছে, বেশ কয়েক দিন আগে কাজের সন্ধানে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন রাজু।
ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরে আশ্রয় নেন তিনি। সেখানে একটি রঙের কারখানায় মিস্ত্রির কাজও নিয়েছিলেন তিনি। কিন্তু উদয়নারায়ণপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি রঙের কারখানায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করছেন। তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন এবং তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উদয়নারায়ণপুর থানার পুলিশ গত ২১ জুন তাঁকে গ্রেপ্তার করে। এরপর গত ২২ জুন তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তাঁকে পাঠানো হয় উলুবেড়িয়া উপসংশোধনাগারে।
হঠাৎ করে গত শনিবার উলুবেড়িয়া উপসংশোধনাগারে তাঁর শরীর খারাপ করায় রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেদিন মধ্যরাতে হাসপাতালের শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান রাজু মিঞা। হাসপাতালের নার্স রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরে শৌচাগারে গিয়ে দেখেন জানালার কাচ ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পরে পুলিশ হাসপাতালে এসে তদন্ত শুরু করে।
এ বিষয়ে উলুবেড়িয়া মহকুমার শাসক মানস মণ্ডল জানিয়েছেন, বিচারাধীন পলাতক বন্দীকে খোঁজার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে তাঁকে ধরার। এরই মধ্যে বিভিন্ন থানায় ও সীমান্ত এলাকার থানায় খবর দেওয়া হয়েছে তাঁকে ধরার জন্য।
পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের শৌচালয়ের জানলা ভেঙে পালিয়েছেন বিচারাধীন এক বাংলাদেশি বন্দী। তাঁর নাম রাজু মিঞা। তিনি গত ৬ জুলাই মাথার যন্ত্রণা ও পেটে ব্যথা নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর গত রোববার মধ্যরাতে হাসপাতালে শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান বাংলাদেশি বিচারাধীন বন্দী।
পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, বিচারাধীন বাংলাদেশি বন্দী রাজু মিঞার বাড়ি বাংলাদেশের রংপুরে। আরও জানা গেছে, বেশ কয়েক দিন আগে কাজের সন্ধানে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন রাজু।
ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরে আশ্রয় নেন তিনি। সেখানে একটি রঙের কারখানায় মিস্ত্রির কাজও নিয়েছিলেন তিনি। কিন্তু উদয়নারায়ণপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি রঙের কারখানায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করছেন। তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন এবং তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উদয়নারায়ণপুর থানার পুলিশ গত ২১ জুন তাঁকে গ্রেপ্তার করে। এরপর গত ২২ জুন তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তাঁকে পাঠানো হয় উলুবেড়িয়া উপসংশোধনাগারে।
হঠাৎ করে গত শনিবার উলুবেড়িয়া উপসংশোধনাগারে তাঁর শরীর খারাপ করায় রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেদিন মধ্যরাতে হাসপাতালের শৌচাগারের জানালার কাচ ভেঙে পালান রাজু মিঞা। হাসপাতালের নার্স রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরে শৌচাগারে গিয়ে দেখেন জানালার কাচ ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। পরে পুলিশ হাসপাতালে এসে তদন্ত শুরু করে।
এ বিষয়ে উলুবেড়িয়া মহকুমার শাসক মানস মণ্ডল জানিয়েছেন, বিচারাধীন পলাতক বন্দীকে খোঁজার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে তাঁকে ধরার। এরই মধ্যে বিভিন্ন থানায় ও সীমান্ত এলাকার থানায় খবর দেওয়া হয়েছে তাঁকে ধরার জন্য।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫