কলকাতা সংবাদদাতা
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী ও কেবিন ক্রু। গতকাল সোমবার এআই-১৩০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন যাত্রী ও কেবিন ক্রুরা।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বাইয়ে ফিরছিল বিমানটি। মাঝ আকাশে ফ্লাইটের ১১ জন যাত্রী ও কেবিন ক্রু হঠাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা এবং পেট ব্যথার সমস্যায় পড়েন। ক্রমেই বাড়তে থাকে অস্বস্তি। পাইলটরা দ্রুত মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান।
বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম কাজ শুরু করে। দুই যাত্রী ও দুই কেবিন ক্রুকে চিকিৎসার জন্য আলাদা করে মেডিকেল রুমে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে অসুস্থ হওয়া যাত্রী ও কর্মীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার কারণে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ফুড পয়জনিং হলে এর উৎস কীভাবে বিমান খাদ্য ব্যবস্থাপনায় এল, তা খতিয়ে দেখা দরকার। জানা গেছে, পাইলটদের খাবার আলাদা চ্যানেল থেকে সরবরাহ করা হয়। তাই তাঁদের শরীরে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি।
ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, কোনোটি আবার মাঝ আকাশে ফিরে আসছে। কিছুদিন আগেই আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুরুতর ত্রুটি ধরা পড়ে। এরপর দিল্লি ও বার্মিংহাম রুটের ফ্লাইটেও দেখা দেয় বিপত্তি।
টানা এই সংকটের জেরে দেশের প্রাচীনতম এই এয়ারলাইন্স সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের জন্ম নিয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষ হলেই সব তথ্য জনসমক্ষে আনা হবে।
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী ও কেবিন ক্রু। গতকাল সোমবার এআই-১৩০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন যাত্রী ও কেবিন ক্রুরা।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বাইয়ে ফিরছিল বিমানটি। মাঝ আকাশে ফ্লাইটের ১১ জন যাত্রী ও কেবিন ক্রু হঠাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা এবং পেট ব্যথার সমস্যায় পড়েন। ক্রমেই বাড়তে থাকে অস্বস্তি। পাইলটরা দ্রুত মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান।
বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম কাজ শুরু করে। দুই যাত্রী ও দুই কেবিন ক্রুকে চিকিৎসার জন্য আলাদা করে মেডিকেল রুমে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে অসুস্থ হওয়া যাত্রী ও কর্মীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার কারণে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ফুড পয়জনিং হলে এর উৎস কীভাবে বিমান খাদ্য ব্যবস্থাপনায় এল, তা খতিয়ে দেখা দরকার। জানা গেছে, পাইলটদের খাবার আলাদা চ্যানেল থেকে সরবরাহ করা হয়। তাই তাঁদের শরীরে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি।
ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, কোনোটি আবার মাঝ আকাশে ফিরে আসছে। কিছুদিন আগেই আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুরুতর ত্রুটি ধরা পড়ে। এরপর দিল্লি ও বার্মিংহাম রুটের ফ্লাইটেও দেখা দেয় বিপত্তি।
টানা এই সংকটের জেরে দেশের প্রাচীনতম এই এয়ারলাইন্স সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের জন্ম নিয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষ হলেই সব তথ্য জনসমক্ষে আনা হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে