অনলাইন ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। মামলাটি নিষ্পত্তি করতে গিয়ে গুগল ২০ কোটি ২৪ লাখ রুপি জরিমানা পরিশোধ করেছে এবং বিক্রেতাদের সঙ্গে চুক্তিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।
সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে, এটি সংশোধিত প্রতিযোগিতা আইনের অধীনে নিষ্পত্তি করা প্রথম মামলা। ২০২৩ সালে এই আইনে নতুনভাবে ‘নিষ্পত্তি’ ও ‘অঙ্গীকার’ বিধান যুক্ত করা হয়েছিল।
সোমবার কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে—গুগলের নতুন ‘নিউ ইন্ডিয়া অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী, ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলোর জন্য প্লে স্টোর ও প্লে সার্ভিস পৃথক লাইসেন্স হিসেবে দেওয়া হবে। এর ফলে, এই পরিষেবাগুলোকে একসঙ্গে বেঁধে দেওয়া বা ডিফল্ট অ্যাপ হিসেবে চাপিয়ে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
এ ছাড়াও যেসব ডিভাইসে গুগলের অ্যাপস থাকবে না, সেগুলোর ক্ষেত্রে আর অ্যান্ড্রয়েড কমপ্যাটিবিলিটি কমিটমেন্টস (এসিসি) বাধ্যতামূলক হবে না। ফলে ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারেরা (ওইএম) এখন গুগলের অ্যাপবিহীন অ্যান্ড্রয়েড টিভি তৈরি ও বিক্রি করতে পারবেন এবং এতে টেলিভিশন অ্যাপ ডিস্ট্রিবিউশন অ্যাগ্রিমেন্ট (টিএডিএ) লঙ্ঘনের অভিযোগ আসবে না।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে সিসিআই গুগলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তে দেখা যায়, ভারতের ‘লাইসেন্সযোগ্য স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম’ বাজারে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ওএস এবং ‘অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির অ্যাপ স্টোর’ বাজারে গুগল প্লে স্টোরের আধিপত্য রয়েছে।
তদন্তে আরও জানা যায়, টিএডিএ ও এসিসি চুক্তিগুলোর মাধ্যমে অনৈতিক শর্ত আরোপ করছে গুগল। যেমন—গুগলের সম্পূর্ণ অ্যাপ প্যাকেজ ইনস্টল বাধ্যতামূলক করা, প্রতিযোগী অ্যান্ড্রয়েড ভার্সন তৈরি বা ব্যবহার নিষিদ্ধ করা এবং ইউটিউবের মতো পরিষেবার সঙ্গে প্লে স্টোর জুড়ে দেওয়া। এসব চর্চা প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে এবং উদ্ভাবনকে দমন করে বলে কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে।
এই মামলাটি গুগল এলএলসি, গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং টিসিএল ইন্ডিয়া হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দুই ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল।
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। মামলাটি নিষ্পত্তি করতে গিয়ে গুগল ২০ কোটি ২৪ লাখ রুপি জরিমানা পরিশোধ করেছে এবং বিক্রেতাদের সঙ্গে চুক্তিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।
সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে, এটি সংশোধিত প্রতিযোগিতা আইনের অধীনে নিষ্পত্তি করা প্রথম মামলা। ২০২৩ সালে এই আইনে নতুনভাবে ‘নিষ্পত্তি’ ও ‘অঙ্গীকার’ বিধান যুক্ত করা হয়েছিল।
সোমবার কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে—গুগলের নতুন ‘নিউ ইন্ডিয়া অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী, ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলোর জন্য প্লে স্টোর ও প্লে সার্ভিস পৃথক লাইসেন্স হিসেবে দেওয়া হবে। এর ফলে, এই পরিষেবাগুলোকে একসঙ্গে বেঁধে দেওয়া বা ডিফল্ট অ্যাপ হিসেবে চাপিয়ে দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
এ ছাড়াও যেসব ডিভাইসে গুগলের অ্যাপস থাকবে না, সেগুলোর ক্ষেত্রে আর অ্যান্ড্রয়েড কমপ্যাটিবিলিটি কমিটমেন্টস (এসিসি) বাধ্যতামূলক হবে না। ফলে ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারেরা (ওইএম) এখন গুগলের অ্যাপবিহীন অ্যান্ড্রয়েড টিভি তৈরি ও বিক্রি করতে পারবেন এবং এতে টেলিভিশন অ্যাপ ডিস্ট্রিবিউশন অ্যাগ্রিমেন্ট (টিএডিএ) লঙ্ঘনের অভিযোগ আসবে না।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে সিসিআই গুগলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তে দেখা যায়, ভারতের ‘লাইসেন্সযোগ্য স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম’ বাজারে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ওএস এবং ‘অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির অ্যাপ স্টোর’ বাজারে গুগল প্লে স্টোরের আধিপত্য রয়েছে।
তদন্তে আরও জানা যায়, টিএডিএ ও এসিসি চুক্তিগুলোর মাধ্যমে অনৈতিক শর্ত আরোপ করছে গুগল। যেমন—গুগলের সম্পূর্ণ অ্যাপ প্যাকেজ ইনস্টল বাধ্যতামূলক করা, প্রতিযোগী অ্যান্ড্রয়েড ভার্সন তৈরি বা ব্যবহার নিষিদ্ধ করা এবং ইউটিউবের মতো পরিষেবার সঙ্গে প্লে স্টোর জুড়ে দেওয়া। এসব চর্চা প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে এবং উদ্ভাবনকে দমন করে বলে কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে।
এই মামলাটি গুগল এলএলসি, গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং টিসিএল ইন্ডিয়া হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দুই ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে