ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছে। রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল সাংবাদিকদের বলেছেন, মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে, তাঁদের শনাক্ত করা কঠিন। গেমিং জোনের মালিকদের পুলিশ আটক করেছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ আগুন লাগে। গেমিং জোনের অস্থায়ী অবকাঠামো ভেঙে পড়ার কারণে আগুন নেভাতে সমস্যা হয়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজকোট পশ্চিমের বিধায়ক দর্শিতা শাহ এ ঘটনায় শোক জানিয়ে বলেছেন, আজ খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। রাজকোটের ইতিহাসে এই প্রথম কোনো গেমিং জোনে আগুন লেগে শিশুসহ মানুষের মৃত্যু হয়েছে। যতটা সম্ভব উদ্ধারের দিকে নজর দেওয়া হচ্ছে। সরকার সেই সমস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যাদের অবহেলার কারণে এই ট্র্যাজেডি ঘটেছে।
নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের দুঃখ আমি বুঝতে পারছি। আহতদের জন্য প্রার্থনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ঘটনায় শোক জানিয়েছেন। শোকবার্তায় তিনি বলেছেন, গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে অগ্নি দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা যারা ছোট বাচ্চাসহ তাদের কাছের ও প্রিয়জনদের হারিয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিল আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রোববার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।
রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। অগ্নিকাণ্ডের কারণ আমি নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়। কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করার জন্য আমরা ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। আমরা অবহেলা ও প্রাণহানির ঘটনায় একটি মামলা করব।
ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছে। রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল সাংবাদিকদের বলেছেন, মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে, তাঁদের শনাক্ত করা কঠিন। গেমিং জোনের মালিকদের পুলিশ আটক করেছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ আগুন লাগে। গেমিং জোনের অস্থায়ী অবকাঠামো ভেঙে পড়ার কারণে আগুন নেভাতে সমস্যা হয়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজকোট পশ্চিমের বিধায়ক দর্শিতা শাহ এ ঘটনায় শোক জানিয়ে বলেছেন, আজ খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। রাজকোটের ইতিহাসে এই প্রথম কোনো গেমিং জোনে আগুন লেগে শিশুসহ মানুষের মৃত্যু হয়েছে। যতটা সম্ভব উদ্ধারের দিকে নজর দেওয়া হচ্ছে। সরকার সেই সমস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যাদের অবহেলার কারণে এই ট্র্যাজেডি ঘটেছে।
নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের দুঃখ আমি বুঝতে পারছি। আহতদের জন্য প্রার্থনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ঘটনায় শোক জানিয়েছেন। শোকবার্তায় তিনি বলেছেন, গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে অগ্নি দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা যারা ছোট বাচ্চাসহ তাদের কাছের ও প্রিয়জনদের হারিয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিল আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রোববার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।
রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। অগ্নিকাণ্ডের কারণ আমি নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়। কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করার জন্য আমরা ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। আমরা অবহেলা ও প্রাণহানির ঘটনায় একটি মামলা করব।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫