কলকাতা প্রতিনিধি
ভারতে বিজেপিকে হারাতে ফের বিরোধী ঐক্যের ডাক দিয়েছে তৃণমূল। সেই সঙ্গে কংগ্রেস নেতৃত্বকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতারা। তবে গুঞ্জন রয়েছে, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। গুঞ্জন শোনা যায়, প্রকাশ্যে বিজেপিকে গালি দিলেও বিভিন্ন দুর্নীতির মামলা থেকে দলের নেতাদের বাঁচাতে কংগ্রেসকে দুর্বল করে গোপনে বিজেপিকেই শক্তিশালী করছে তৃণমূল।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিজেপি নয়, কংগ্রেসকেই দুর্বল করার কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল। ত্রিপুরা, গোয়া ও মেঘালয়ে একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ায় এ মন্তব্য করেন তিনি।
গতকাল সোমবার আগরতলায় কংগ্রেসের অভিযোগের জবাবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপিকে হারানোই তাঁদের মূল লক্ষ্য। সেই সঙ্গে অভিষেক কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রেস নেতৃত্ব বিবৃতি আর সাংবাদিক সম্মেলনেই আটকে রয়েছেন।
অভিষেকের কথার রেশ ধরে সাবেক মহিলা কংগ্রেস সভাপতি তথা বর্তমানে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, বিজেপিকে হারাতে বারবার ব্যর্থ হয়েছে কংগ্রেস। তাই তৃণমূল নেতারা মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে লড়াই চালাচ্ছেন। পাঞ্জাব, রাজস্থান, কর্ণাটক, উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যে তৃণমূলের সম্ভাবনা থাকলেও বিরোধী ঐক্যের স্বার্থে কংগ্রেসকে কোনোরকম সমস্যায় ফেলছে না তৃণমূল। একই সঙ্গে তার দাবি, গোটা দেশেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতাদের মধ্যে হিড়িক পড়ে গিয়েছে। তৃণমূল আর কংগ্রেস নীতি ও আদর্শগতভাবে এক বলেও সুস্মিতা দাবি করেন।
বিজেপি অবশ্য বিরোধী ঐক্য-অনৈক্য নিয়ে মোটেই চিন্তিত নয়। দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো বিকল্প নেই।
ভারতে বিজেপিকে হারাতে ফের বিরোধী ঐক্যের ডাক দিয়েছে তৃণমূল। সেই সঙ্গে কংগ্রেস নেতৃত্বকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতারা। তবে গুঞ্জন রয়েছে, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। গুঞ্জন শোনা যায়, প্রকাশ্যে বিজেপিকে গালি দিলেও বিভিন্ন দুর্নীতির মামলা থেকে দলের নেতাদের বাঁচাতে কংগ্রেসকে দুর্বল করে গোপনে বিজেপিকেই শক্তিশালী করছে তৃণমূল।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিজেপি নয়, কংগ্রেসকেই দুর্বল করার কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল। ত্রিপুরা, গোয়া ও মেঘালয়ে একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ায় এ মন্তব্য করেন তিনি।
গতকাল সোমবার আগরতলায় কংগ্রেসের অভিযোগের জবাবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপিকে হারানোই তাঁদের মূল লক্ষ্য। সেই সঙ্গে অভিষেক কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রেস নেতৃত্ব বিবৃতি আর সাংবাদিক সম্মেলনেই আটকে রয়েছেন।
অভিষেকের কথার রেশ ধরে সাবেক মহিলা কংগ্রেস সভাপতি তথা বর্তমানে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, বিজেপিকে হারাতে বারবার ব্যর্থ হয়েছে কংগ্রেস। তাই তৃণমূল নেতারা মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে লড়াই চালাচ্ছেন। পাঞ্জাব, রাজস্থান, কর্ণাটক, উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যে তৃণমূলের সম্ভাবনা থাকলেও বিরোধী ঐক্যের স্বার্থে কংগ্রেসকে কোনোরকম সমস্যায় ফেলছে না তৃণমূল। একই সঙ্গে তার দাবি, গোটা দেশেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতাদের মধ্যে হিড়িক পড়ে গিয়েছে। তৃণমূল আর কংগ্রেস নীতি ও আদর্শগতভাবে এক বলেও সুস্মিতা দাবি করেন।
বিজেপি অবশ্য বিরোধী ঐক্য-অনৈক্য নিয়ে মোটেই চিন্তিত নয়। দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো বিকল্প নেই।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫