অনলাইন ডেস্ক
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরাগ জৈন অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি আজ শনিবার ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’-এর প্রধান হিসেবে মনোনীত করে।
আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। পরাগ জৈন বর্তমান ‘র’-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।
পরাগ জৈন বর্তমানে ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠান আকাশপথে নজরদারি নিয়ে কাজ করে থাকে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তার ‘র’-এ কাজ করার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নতুন দায়িত্বে আসছেন।
কর্মজীবনে পরাগ জৈন পাঞ্জাবে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘র’-এর এই জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তান নিয়ে নানা কাজ করেছেন। বিতর্কিত ৩৭০ ধারা বাতিল করার সময় জম্মু ও কাশ্মীরেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলঙ্কা ও কানাডার ভারতীয় মিশনেও কাজ করেছেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, কানাডায় কাজ করার সময় তিনি সেখান থেকে পরিচালিত খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সম্পর্কেও নানা তথ্য সংগ্রহ করেন।
আরও খবর পড়ুন:
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরাগ জৈন অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি আজ শনিবার ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’-এর প্রধান হিসেবে মনোনীত করে।
আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। পরাগ জৈন বর্তমান ‘র’-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।
পরাগ জৈন বর্তমানে ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠান আকাশপথে নজরদারি নিয়ে কাজ করে থাকে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তার ‘র’-এ কাজ করার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নতুন দায়িত্বে আসছেন।
কর্মজীবনে পরাগ জৈন পাঞ্জাবে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘র’-এর এই জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তান নিয়ে নানা কাজ করেছেন। বিতর্কিত ৩৭০ ধারা বাতিল করার সময় জম্মু ও কাশ্মীরেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলঙ্কা ও কানাডার ভারতীয় মিশনেও কাজ করেছেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, কানাডায় কাজ করার সময় তিনি সেখান থেকে পরিচালিত খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সম্পর্কেও নানা তথ্য সংগ্রহ করেন।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে