কলকাতা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।
তথ্যচিত্রটির প্রযোজনায় করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা।
গৌতম ঘোষের জানান, বঙ্গবন্ধুর জীবনে কলকাতার ভূমিকা বিরাট। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা থেকে শুরু করে ব্রিগেডে জনসমুদ্রে তাঁর ঐতিহাসিক ভাষণ—কলকাতাকে ঘিরে রয়েছে তাঁর বহু স্মরণীয় ঘটনা। মূলত, সেগুলোই তুলে ধরতে চাইছেন গৌতম।
শুটিং শুরু হয়েছে কলকাতার মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাস। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের কাজ।
তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা জানান, কলকাতার অলি-গলিতে বঙ্গবন্ধুর স্মৃতির খোঁজ করার পাশাপাশি বিশিষ্টজনদের বক্তব্য ধারণ করা হবে তথ্যচিত্রে। থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের মূল্যবান সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। থাকবে প্রামাণ্য নথিও। তথ্যচিত্রের চিত্রনাট্যও লেখা হয়েছে বহু গবেষণার ভিত্তিতে।
সম্প্রতি তথ্যচিত্র নির্মাণ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী এবং বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সোমবার এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।
তথ্যচিত্রটির প্রযোজনায় করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপ-দূতাবাস কলকাতা।
গৌতম ঘোষের জানান, বঙ্গবন্ধুর জীবনে কলকাতার ভূমিকা বিরাট। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতেও সে কথা উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা থেকে শুরু করে ব্রিগেডে জনসমুদ্রে তাঁর ঐতিহাসিক ভাষণ—কলকাতাকে ঘিরে রয়েছে তাঁর বহু স্মরণীয় ঘটনা। মূলত, সেগুলোই তুলে ধরতে চাইছেন গৌতম।
শুটিং শুরু হয়েছে কলকাতার মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাস। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের কাজ।
তথ্যচিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলীরা জানান, কলকাতার অলি-গলিতে বঙ্গবন্ধুর স্মৃতির খোঁজ করার পাশাপাশি বিশিষ্টজনদের বক্তব্য ধারণ করা হবে তথ্যচিত্রে। থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের মূল্যবান সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। থাকবে প্রামাণ্য নথিও। তথ্যচিত্রের চিত্রনাট্যও লেখা হয়েছে বহু গবেষণার ভিত্তিতে।
সম্প্রতি তথ্যচিত্র নির্মাণ নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিপক্ষীয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায় চৌধুরী এবং বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে