তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলে ভারতকে বিশ্বের তৃতীয় ধনী দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। আজ বুধবার নয়াদিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রধান এই প্রতিশ্রুতি দেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সংস্কারের পর নতুন রূপে সাজা দিল্লির প্রগতি ময়দানের উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেন, ‘পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভারতের অবকাঠামো বদলে যাচ্ছে। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ভারতে, সবচেয়ে বেশি উঁচুতে সবচেয়ে দীর্ঘ টানেল ভারতে, দীর্ঘতম মূর্তি এবং সবচেয়ে বড় স্টেডিয়াম—এর সবকিছুই ভারতে অবস্থিত।’
ভারতের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নও তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম মেয়াদে ভারত অর্থনীতির দিক থেকে শীর্ষ ১০-এর শেষ স্থানে ছিল। আমাদের দ্বিতীয় মেয়াদে দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।’
আগের রেকর্ডের ভিত্তিতে তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের অর্থনীতির মধ্যে শীর্ষ তিনে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমার তৃতীয় মেয়াদে ভারত শীর্ষ তিন অর্থনীতির একটি হবে—এটি মোদির গ্যারান্টি।’
এদিকে, ভারতীয় পার্লামেন্টে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস ও বিরোধীরা। মণিপুরের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার পরিপ্রেক্ষিতে বিরোধী জোট এ সিদ্ধান্ত নিয়েছে।
মণিপুরে দুই নারীকে ধর্ষণের পর নগ্ন করে ঘোরানোর পর লোকসভায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক হট্টগোল তৈরি হয়। একপর্যায়ে তৈরি হয় অচলাবস্থা। এই পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের কাছে এক চিঠিতে অচলাবস্থা কাটানোর আহ্বান জানিয়েছেন। অমিত শাহের চিঠির পরপরই বিরোধীদের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণের বিষয়টি সামনে এল। ভারতের প্রাচীন এই দলটি ছাড়াও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নামে অপর একটি দলও অনাস্থা প্রস্তাব এনেছে। ভারত রাষ্ট্র সমিতি বিরোধীদের জোট ইন্ডিয়ার অংশ নয়।
ভারতের সংবিধান অনুসারে, অনাস্থা প্রস্তাবের পক্ষে অন্তত ৫০ জন সদস্যের সমর্থন থাকলেই কেবল সরকারে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লোকসভায় ভোটাভুটিতে দেওয়া হয়। এখানে অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী দল কংগ্রেসের সদস্য ৫২ জন এবং বিআরএসের সদস্য সংখ্যা ৯। ফলে স্বাভাবিকভাবে বলা যায়, এই প্রস্তাব লোকসভায় গৃহীত হবে।
তবে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাদের দখলে রয়েছে ৩৩১টি আসন। বিপরীতে সদ্য গঠিত বিরোধী জোট ইন্ডিয়ার দখলে রয়েছে মাত্র ১৪৪টি আসন।
যদিও বিরোধীদের কাছে এটি স্পষ্ট যে তারা কোনোভাবেই অনাস্থা প্রস্তাব পাস করাতে পারবে না, তবে তাদের দাবি এই প্রস্তাব তাদের মণিপুর ইস্যুতে বিতর্ক করতে প্রয়োজনীয় অনুপ্রেরণা জোগাবে। তাদের দাবি, এই প্রস্তাব পার্লামেন্টে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বক্তব্য রাখতে বাধ্য করতে সহায়তা করবে।
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলে ভারতকে বিশ্বের তৃতীয় ধনী দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। আজ বুধবার নয়াদিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রধান এই প্রতিশ্রুতি দেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সংস্কারের পর নতুন রূপে সাজা দিল্লির প্রগতি ময়দানের উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেন, ‘পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভারতের অবকাঠামো বদলে যাচ্ছে। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ভারতে, সবচেয়ে বেশি উঁচুতে সবচেয়ে দীর্ঘ টানেল ভারতে, দীর্ঘতম মূর্তি এবং সবচেয়ে বড় স্টেডিয়াম—এর সবকিছুই ভারতে অবস্থিত।’
ভারতের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নও তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম মেয়াদে ভারত অর্থনীতির দিক থেকে শীর্ষ ১০-এর শেষ স্থানে ছিল। আমাদের দ্বিতীয় মেয়াদে দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।’
আগের রেকর্ডের ভিত্তিতে তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের অর্থনীতির মধ্যে শীর্ষ তিনে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমার তৃতীয় মেয়াদে ভারত শীর্ষ তিন অর্থনীতির একটি হবে—এটি মোদির গ্যারান্টি।’
এদিকে, ভারতীয় পার্লামেন্টে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস ও বিরোধীরা। মণিপুরের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার পরিপ্রেক্ষিতে বিরোধী জোট এ সিদ্ধান্ত নিয়েছে।
মণিপুরে দুই নারীকে ধর্ষণের পর নগ্ন করে ঘোরানোর পর লোকসভায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক হট্টগোল তৈরি হয়। একপর্যায়ে তৈরি হয় অচলাবস্থা। এই পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের কাছে এক চিঠিতে অচলাবস্থা কাটানোর আহ্বান জানিয়েছেন। অমিত শাহের চিঠির পরপরই বিরোধীদের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণের বিষয়টি সামনে এল। ভারতের প্রাচীন এই দলটি ছাড়াও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নামে অপর একটি দলও অনাস্থা প্রস্তাব এনেছে। ভারত রাষ্ট্র সমিতি বিরোধীদের জোট ইন্ডিয়ার অংশ নয়।
ভারতের সংবিধান অনুসারে, অনাস্থা প্রস্তাবের পক্ষে অন্তত ৫০ জন সদস্যের সমর্থন থাকলেই কেবল সরকারে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লোকসভায় ভোটাভুটিতে দেওয়া হয়। এখানে অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী দল কংগ্রেসের সদস্য ৫২ জন এবং বিআরএসের সদস্য সংখ্যা ৯। ফলে স্বাভাবিকভাবে বলা যায়, এই প্রস্তাব লোকসভায় গৃহীত হবে।
তবে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাদের দখলে রয়েছে ৩৩১টি আসন। বিপরীতে সদ্য গঠিত বিরোধী জোট ইন্ডিয়ার দখলে রয়েছে মাত্র ১৪৪টি আসন।
যদিও বিরোধীদের কাছে এটি স্পষ্ট যে তারা কোনোভাবেই অনাস্থা প্রস্তাব পাস করাতে পারবে না, তবে তাদের দাবি এই প্রস্তাব তাদের মণিপুর ইস্যুতে বিতর্ক করতে প্রয়োজনীয় অনুপ্রেরণা জোগাবে। তাদের দাবি, এই প্রস্তাব পার্লামেন্টে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বক্তব্য রাখতে বাধ্য করতে সহায়তা করবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫