Ajker Patrika

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ২৮
ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমেছে। তবে শনাক্ত কমলেও বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৭৭৩ জনের, যা গত দিনের চেয়ে প্রায় সাড়ে চার হাজার কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৯ জন, যা গত দিনের চেয়ে ২৪ জন বেশি। আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৮ হাজার ৯৪৫ জন। দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ১৫৮। করোনার পরিসংখ্যানের হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ১৬৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৬৯ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৬৭ জন। 

সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। পূজায় জনসমাগম বাড়বে। এতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৮১২ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৪৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৩০ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত