কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, কিছু এলাকায় দৈনিক সংক্রমণ পৌঁছেছে শঙ্কাজনক পর্যায়ে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, তবু ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সমস্ত হাসপাতালকে সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, ওষুধ, শয্যা এবং স্বাস্থ্যকর্মী মজুত রাখা হচ্ছে।’
তিনি রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানান আতঙ্ক না ছড়িয়ে সচেতন হতে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁদের শ্বাসকষ্ট, জ্বর বা উপসর্গ রয়েছে, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান। প্রাথমিক পর্যায়ে বাড়িতে চিকিৎসা চালানো হবে, তবে প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও রাখা হবে।’
বৈঠকে রাজ্য সরকারের তরফে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—
স্বাস্থ্য দপ্তরের সচিব বলেন, ‘আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছি। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ থাকলেও এখনই অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। তবে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
রাজ্য সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্কতা জারি করেছে। জরুরি ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, চিকিৎসা পরিষেবা সচল রাখতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে তাঁদের সক্রিয় রাখা হয়েছে।
সাধারণ মানুষের কাছেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ধুয়ে নিন এবং ভিড় এড়িয়ে চলুন। স্বাস্থ্যবিধি মানলেই আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’
সরকারের বার্তা পরিষ্কার—সতর্কতা এবং সচেতনতার মাধ্যমেই সম্ভব করোনা মোকাবিলা। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতাই পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি বলে মনে করছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, কিছু এলাকায় দৈনিক সংক্রমণ পৌঁছেছে শঙ্কাজনক পর্যায়ে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, তবু ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সমস্ত হাসপাতালকে সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, ওষুধ, শয্যা এবং স্বাস্থ্যকর্মী মজুত রাখা হচ্ছে।’
তিনি রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানান আতঙ্ক না ছড়িয়ে সচেতন হতে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁদের শ্বাসকষ্ট, জ্বর বা উপসর্গ রয়েছে, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান। প্রাথমিক পর্যায়ে বাড়িতে চিকিৎসা চালানো হবে, তবে প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও রাখা হবে।’
বৈঠকে রাজ্য সরকারের তরফে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—
স্বাস্থ্য দপ্তরের সচিব বলেন, ‘আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছি। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ থাকলেও এখনই অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। তবে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
রাজ্য সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্কতা জারি করেছে। জরুরি ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, চিকিৎসা পরিষেবা সচল রাখতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে তাঁদের সক্রিয় রাখা হয়েছে।
সাধারণ মানুষের কাছেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ধুয়ে নিন এবং ভিড় এড়িয়ে চলুন। স্বাস্থ্যবিধি মানলেই আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’
সরকারের বার্তা পরিষ্কার—সতর্কতা এবং সচেতনতার মাধ্যমেই সম্ভব করোনা মোকাবিলা। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতাই পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি বলে মনে করছে রাজ্য সরকার।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে