অনলাইন ডেস্ক
সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ২ হাজার ৫৩২ দশমিক ৫৯ কোটি রুপি ব্যয় করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। অন্যদিকে পাঁচ ধ্রুপদি ভাষা তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও ওড়িয়ার জন্য এই সময়ে ব্যয় হয় ১৪৭ দশমিক ৫৬ কোটি রুপি।
গড় হিসাব করলে দেখা যায়, প্রতিবছর সংস্কৃত ভাষার পেছনে ব্যয় হয় ২৩০ দশমিক ২৪ কোটি রুপি, যেখানে অন্য পাঁচ ধ্রুপদি ভাষার জন্য বরাদ্দ ছিল গড়ে ১৩ দশমিক ৪১ কোটি রুপি।
তথ্য অধিকারে (আরটিআই) আবেদনের মাধ্যমে এবং সরকারি নথিপত্র থেকে এসব তথ্য সংগ্রহ করেছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পাঁচটি ধ্রুপদি ভারতীয় ভাষার মধ্যে সর্বোচ্চ তহবিলপ্রাপ্ত তামিল ভাষাও সংস্কৃতের মোট বরাদ্দের ৫ শতাংশের কম বরাদ্দ পেয়েছে।
কন্নড় ও তেলুগু ভাষা আলাদাভাবে সংস্কৃতের বরাদ্দের দশমিক ৫ শতাংশেরও কম অর্থ পেয়েছে। আর ওড়িয়া ও মালয়ালম ভাষার ক্ষেত্রে এই অনুপাত দশমিক ২ শতাংশের নিচে।
২০০৪ সালে প্রথম ‘ধ্রুপদি ভাষা’র স্বীকৃতি পাওয়া তামিল ভারতের কেন্দ্রীয় সরকারের ‘গ্র্যান্টস ফর প্রমোশন অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস (জিপিআইএল)’ প্রকল্পের অধীনে পায় ১১৩ দশমিক ৪৮ কোটি রুপি।
অন্যদিকে ২০০৫ সালে একই স্বীকৃতি পাওয়া সংস্কৃতের প্রচারে ব্যয় করা হয় এর ২২ গুণ বেশি অর্থ।
২০০৮-১৪ সালের মধ্যে ধ্রুপদি ভাষার মর্যাদা পাওয়া অন্য চার ভাষা—কন্নড়, তেলুগু, মালয়ালম ও ওড়িয়ার জন্য মোট বরাদ্দ ছিল মাত্র ৩৪ দশমিক শূন্য ৮ কোটি রুপি।
সংস্কৃতের জন্য বরাদ্দ কেবল অন্যান্য ধ্রুপদি ভাষা নয়, উর্দু, হিন্দি ও সিন্ধি ভাষার তুলনায়ও বেশি ছিল, যদিও এই তিন ভাষা ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত নয়।
২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে উর্দু, হিন্দি ও সিন্ধি ভাষার প্রচার ও প্রসারে ভারতের কেন্দ্রীয় সরকার মোট ১ হাজার ৩১৭ দশমিক ৯৬ কোটি রুপি ব্যয় করে, যা সংস্কৃতের জন্য ব্যয় ধরা ২ হাজার ৫৩২ দশমিক ৫৯ কোটি রুপির প্রায় ৫২ দশমিক শূন্য ৪ শতাংশ।
এ সময় এককভাবে উর্দু পেয়েছে ৮৩৭ দশমিক ৯৪ কোটি রুপি, হিন্দি ৪২৬ দশমিক ৯৯ কোটি রুপি এবং সিন্ধি ৫৩ দশমিক শূন্য ৩ কোটি রুপি।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার ২১ দশমিক ৯৯ শতাংশ তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া ও কন্নড় ভাষায় কথা বলেন। সে সময় দেশটির জনসংখ্যা ছিল প্রায় ১২০ কোটি।
অন্যদিকে সংস্কৃত ভাষাভাষীর সংখ্যা ছিল নগণ্য, সামগ্রিক হারে উল্লেখযোগ্য নয়।
এই জনগণনা অনুযায়ী, মাতৃভাষা হিসেবে হিন্দিকে চিহ্নিত করেছিলেন মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। আর উর্দু ভাষাভাষীর সংখ্যা ছিল ৪ দশমিক ১৯ শতাংশ।
এ বছরের মার্চে রাজ্যে হিন্দি ও সংস্কৃত ভাষার প্রচারকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।
এ বিষয়ে উত্তর প্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ভাষাতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ ইমতিয়াজ হাসনাইন বলেন, সংস্কৃত ভাষা মূলত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে সাধারণ মানুষের বৃহত্তর কল্পনায় এই ভাষার প্রতি পবিত্র ও মর্যাদাপূর্ণ ধারণা গড়ে উঠেছে।
এই প্রতীকী মর্যাদাই সংস্কৃত ভাষার জন্য ‘অসামঞ্জস্যপূর্ণ অর্থ বরাদ্দের’ অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ২ হাজার ৫৩২ দশমিক ৫৯ কোটি রুপি ব্যয় করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। অন্যদিকে পাঁচ ধ্রুপদি ভাষা তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও ওড়িয়ার জন্য এই সময়ে ব্যয় হয় ১৪৭ দশমিক ৫৬ কোটি রুপি।
গড় হিসাব করলে দেখা যায়, প্রতিবছর সংস্কৃত ভাষার পেছনে ব্যয় হয় ২৩০ দশমিক ২৪ কোটি রুপি, যেখানে অন্য পাঁচ ধ্রুপদি ভাষার জন্য বরাদ্দ ছিল গড়ে ১৩ দশমিক ৪১ কোটি রুপি।
তথ্য অধিকারে (আরটিআই) আবেদনের মাধ্যমে এবং সরকারি নথিপত্র থেকে এসব তথ্য সংগ্রহ করেছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পাঁচটি ধ্রুপদি ভারতীয় ভাষার মধ্যে সর্বোচ্চ তহবিলপ্রাপ্ত তামিল ভাষাও সংস্কৃতের মোট বরাদ্দের ৫ শতাংশের কম বরাদ্দ পেয়েছে।
কন্নড় ও তেলুগু ভাষা আলাদাভাবে সংস্কৃতের বরাদ্দের দশমিক ৫ শতাংশেরও কম অর্থ পেয়েছে। আর ওড়িয়া ও মালয়ালম ভাষার ক্ষেত্রে এই অনুপাত দশমিক ২ শতাংশের নিচে।
২০০৪ সালে প্রথম ‘ধ্রুপদি ভাষা’র স্বীকৃতি পাওয়া তামিল ভারতের কেন্দ্রীয় সরকারের ‘গ্র্যান্টস ফর প্রমোশন অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস (জিপিআইএল)’ প্রকল্পের অধীনে পায় ১১৩ দশমিক ৪৮ কোটি রুপি।
অন্যদিকে ২০০৫ সালে একই স্বীকৃতি পাওয়া সংস্কৃতের প্রচারে ব্যয় করা হয় এর ২২ গুণ বেশি অর্থ।
২০০৮-১৪ সালের মধ্যে ধ্রুপদি ভাষার মর্যাদা পাওয়া অন্য চার ভাষা—কন্নড়, তেলুগু, মালয়ালম ও ওড়িয়ার জন্য মোট বরাদ্দ ছিল মাত্র ৩৪ দশমিক শূন্য ৮ কোটি রুপি।
সংস্কৃতের জন্য বরাদ্দ কেবল অন্যান্য ধ্রুপদি ভাষা নয়, উর্দু, হিন্দি ও সিন্ধি ভাষার তুলনায়ও বেশি ছিল, যদিও এই তিন ভাষা ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত নয়।
২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে উর্দু, হিন্দি ও সিন্ধি ভাষার প্রচার ও প্রসারে ভারতের কেন্দ্রীয় সরকার মোট ১ হাজার ৩১৭ দশমিক ৯৬ কোটি রুপি ব্যয় করে, যা সংস্কৃতের জন্য ব্যয় ধরা ২ হাজার ৫৩২ দশমিক ৫৯ কোটি রুপির প্রায় ৫২ দশমিক শূন্য ৪ শতাংশ।
এ সময় এককভাবে উর্দু পেয়েছে ৮৩৭ দশমিক ৯৪ কোটি রুপি, হিন্দি ৪২৬ দশমিক ৯৯ কোটি রুপি এবং সিন্ধি ৫৩ দশমিক শূন্য ৩ কোটি রুপি।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার ২১ দশমিক ৯৯ শতাংশ তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া ও কন্নড় ভাষায় কথা বলেন। সে সময় দেশটির জনসংখ্যা ছিল প্রায় ১২০ কোটি।
অন্যদিকে সংস্কৃত ভাষাভাষীর সংখ্যা ছিল নগণ্য, সামগ্রিক হারে উল্লেখযোগ্য নয়।
এই জনগণনা অনুযায়ী, মাতৃভাষা হিসেবে হিন্দিকে চিহ্নিত করেছিলেন মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। আর উর্দু ভাষাভাষীর সংখ্যা ছিল ৪ দশমিক ১৯ শতাংশ।
এ বছরের মার্চে রাজ্যে হিন্দি ও সংস্কৃত ভাষার প্রচারকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।
এ বিষয়ে উত্তর প্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ভাষাতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ ইমতিয়াজ হাসনাইন বলেন, সংস্কৃত ভাষা মূলত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে সাধারণ মানুষের বৃহত্তর কল্পনায় এই ভাষার প্রতি পবিত্র ও মর্যাদাপূর্ণ ধারণা গড়ে উঠেছে।
এই প্রতীকী মর্যাদাই সংস্কৃত ভাষার জন্য ‘অসামঞ্জস্যপূর্ণ অর্থ বরাদ্দের’ অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে