দিল্লির সরকারি সেবা দপ্তরের সচিব আশিস মোর। তিনি একজন আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লির আম আদমি শাসিত সরকার।
সম্প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় আশিস মোরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি নোটিশ বলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
দিল্লিতে আমলাদের বিষয়ে আম আদমি সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই আশিস মোরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। যেখানে ইউনিয়ন টেরিটোরি দিল্লিতে সরকার ও আমলাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।
পরিষেবা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর আগে বলেছিলেন, আশিস মোর হঠাৎ করে কাউকে না জানিয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এরপর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই মন্ত্রী এই আমলাকে এখান থেকে সরানোর দাবি জানান।
এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সচিব আশিস মোরকে সরকারি পরিষেবা দপ্তরের সচিব পদে নতুন একজনের বদলির নথিপত্র তাঁকে দেখাতে বলেছিলেন। কিন্তু আশিস মোর কাউকে না জানিয়ে মন্ত্রীর অফিস ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে কোনোভাবে যাতে যোগাযোগ করা না যায় সে জন্য ফোন বন্ধ রাখেন।
সচিব আশিস মোরের বিরুদ্ধে এর আগে এই মন্ত্রণালয় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, আশিস মোরের বাড়িতে একটি নোট পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রাপ্তি স্বীকার করেননি। এরপর ই–মেইল ও হোয়াটসঅ্যাপেও নোট পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন ও পরিষেবার ওপর দিল্লি সরকারের আইনি ও নির্বাহী ক্ষমতার পক্ষে রায় দেয়। আদালত বলে, আইন শৃঙ্খলা, পুলিশ ও ভূমির ব্যাপার ছাড়া বাকি সব ক্ষেত্রে দিল্লি সরকারের আদেশই অগ্রগণ্য।
দিল্লির সরকারি সেবা দপ্তরের সচিব আশিস মোর। তিনি একজন আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লির আম আদমি শাসিত সরকার।
সম্প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় আশিস মোরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি নোটিশ বলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
দিল্লিতে আমলাদের বিষয়ে আম আদমি সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই আশিস মোরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। যেখানে ইউনিয়ন টেরিটোরি দিল্লিতে সরকার ও আমলাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।
পরিষেবা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর আগে বলেছিলেন, আশিস মোর হঠাৎ করে কাউকে না জানিয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এরপর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই মন্ত্রী এই আমলাকে এখান থেকে সরানোর দাবি জানান।
এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সচিব আশিস মোরকে সরকারি পরিষেবা দপ্তরের সচিব পদে নতুন একজনের বদলির নথিপত্র তাঁকে দেখাতে বলেছিলেন। কিন্তু আশিস মোর কাউকে না জানিয়ে মন্ত্রীর অফিস ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে কোনোভাবে যাতে যোগাযোগ করা না যায় সে জন্য ফোন বন্ধ রাখেন।
সচিব আশিস মোরের বিরুদ্ধে এর আগে এই মন্ত্রণালয় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, আশিস মোরের বাড়িতে একটি নোট পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রাপ্তি স্বীকার করেননি। এরপর ই–মেইল ও হোয়াটসঅ্যাপেও নোট পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন ও পরিষেবার ওপর দিল্লি সরকারের আইনি ও নির্বাহী ক্ষমতার পক্ষে রায় দেয়। আদালত বলে, আইন শৃঙ্খলা, পুলিশ ও ভূমির ব্যাপার ছাড়া বাকি সব ক্ষেত্রে দিল্লি সরকারের আদেশই অগ্রগণ্য।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫