শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণাটকের সব স্কুল ও কলেজ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই এক টুইটে বিষয়টি উল্লেখ করেছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুখ্যমন্ত্রী বাসবরাজ তাঁর টুইটে জানিয়েছেন, তিনি ‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে’ সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী তাঁর টুইটে বলেছেন, ‘আমি ছাত্র-শিক্ষক, স্কুল ও কলেজে কর্তৃপক্ষের পাশাপাশি কর্ণাটকের জনগণের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করছি। আমি সব উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আগামী তিন দিনের জন্য। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এদিকে, কর্ণাটক হাইকোর্টে হিজাব পরার বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে একটি সরকারি কলেজের পাঁচ নারীর দায়ের করা আবেদনের শুনানি চলছে। এ বিষয়ে আগামীকালও হাইকোর্টে শুনানি চলবে। আদালত শিক্ষার্থী ও জনসাধারণকে শান্তি বজায় রাখতে বলেছে।
কর্ণাটক হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ শ্রীপাদ দীক্ষিত বলেন, ‘আদালতের জনসাধারণের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং আদালত আশা করে তাঁরা এর মর্যাদা দেবেন।’
এর আগে, গত জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাবের অধিকার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। সে সময় ছয় নারী শিক্ষার্থী অভিযোগ করে, মাথায় স্কার্ফ পরায় তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি।
কেবল উদুপি নয় চিক্কামাগালুরুতেও ডানপন্থী দলগুলো মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।
কলেজটির কর্মকর্তাদের মতে, কলেজের নিয়ম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরতে দেয় কিন্তু পাঠের সময় নয়।
শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণাটকের সব স্কুল ও কলেজ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই এক টুইটে বিষয়টি উল্লেখ করেছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুখ্যমন্ত্রী বাসবরাজ তাঁর টুইটে জানিয়েছেন, তিনি ‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে’ সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী তাঁর টুইটে বলেছেন, ‘আমি ছাত্র-শিক্ষক, স্কুল ও কলেজে কর্তৃপক্ষের পাশাপাশি কর্ণাটকের জনগণের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করছি। আমি সব উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আগামী তিন দিনের জন্য। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এদিকে, কর্ণাটক হাইকোর্টে হিজাব পরার বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে একটি সরকারি কলেজের পাঁচ নারীর দায়ের করা আবেদনের শুনানি চলছে। এ বিষয়ে আগামীকালও হাইকোর্টে শুনানি চলবে। আদালত শিক্ষার্থী ও জনসাধারণকে শান্তি বজায় রাখতে বলেছে।
কর্ণাটক হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ শ্রীপাদ দীক্ষিত বলেন, ‘আদালতের জনসাধারণের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং আদালত আশা করে তাঁরা এর মর্যাদা দেবেন।’
এর আগে, গত জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাবের অধিকার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। সে সময় ছয় নারী শিক্ষার্থী অভিযোগ করে, মাথায় স্কার্ফ পরায় তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি।
কেবল উদুপি নয় চিক্কামাগালুরুতেও ডানপন্থী দলগুলো মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।
কলেজটির কর্মকর্তাদের মতে, কলেজের নিয়ম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরতে দেয় কিন্তু পাঠের সময় নয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে