ভারতের উত্তরপ্রদেশের চন্দৌলিতে খাবার দিতে দেরি হওয়ায় নিজের বিয়ে ভেঙে দিয়েছেন এক ব্যক্তি। এর পর ওইদিনই তিনি বিয়ে করেছেন চাচাতো বোনকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কনে অভিযোগ করেন, সাত মাস আগে মেহতাব নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর বরযাত্রী আসার পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে খাবার দিতে সামান্য দেরি হচ্ছিল। এতে মেহতাবের বন্ধুবান্ধব তাঁকে ঠাট্টা করতে থাকেন। এক পর্যায়ে মেহতাব রেগে গিয়ে বিয়ের মঞ্চ ত্যাগ করে বাড়ি ফিরে যান।
কনে অভিযোগ করে বলেন, ‘এই বিষয় নিয়ে মেহতাব ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের পরিবারকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেছে। পরিস্থিতি খারাপ হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এসে সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।’
পরদিন কনে এবং তার পরিবারের সদস্যরা জানতে পারেন মেহতাব সেদিনই নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন।
২৩ ডিসেম্বর কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মেহতাবের পরিবার বিয়ের কয়েক ঘণ্টা আগে দেড় লাখ রুপি নিয়েছে এবং বিয়ের দিন তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বরপক্ষের ২০০ অতিথির জন্য আয়োজন করা হয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ায় সব খাবার নষ্ট হয়ে যায়।
পরবর্তীতে চন্দৌলি জেলার পুলিশ সুপার আদিত্য লাগির হস্তক্ষেপে, উভয় পক্ষকে ডেকে সমস্যার সমাধান করা হয়। চন্দৌলি থানার সার্কেল অফিসার রাজেশ রাই জানান, উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয়, বরপক্ষ কনের পরিবারকে ১ লাখ ৬১ হাজার রুপি ফেরত দেবে।
ভারতের উত্তরপ্রদেশের চন্দৌলিতে খাবার দিতে দেরি হওয়ায় নিজের বিয়ে ভেঙে দিয়েছেন এক ব্যক্তি। এর পর ওইদিনই তিনি বিয়ে করেছেন চাচাতো বোনকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কনে অভিযোগ করেন, সাত মাস আগে মেহতাব নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর বরযাত্রী আসার পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে খাবার দিতে সামান্য দেরি হচ্ছিল। এতে মেহতাবের বন্ধুবান্ধব তাঁকে ঠাট্টা করতে থাকেন। এক পর্যায়ে মেহতাব রেগে গিয়ে বিয়ের মঞ্চ ত্যাগ করে বাড়ি ফিরে যান।
কনে অভিযোগ করে বলেন, ‘এই বিষয় নিয়ে মেহতাব ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের পরিবারকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেছে। পরিস্থিতি খারাপ হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এসে সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।’
পরদিন কনে এবং তার পরিবারের সদস্যরা জানতে পারেন মেহতাব সেদিনই নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন।
২৩ ডিসেম্বর কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মেহতাবের পরিবার বিয়ের কয়েক ঘণ্টা আগে দেড় লাখ রুপি নিয়েছে এবং বিয়ের দিন তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বরপক্ষের ২০০ অতিথির জন্য আয়োজন করা হয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ায় সব খাবার নষ্ট হয়ে যায়।
পরবর্তীতে চন্দৌলি জেলার পুলিশ সুপার আদিত্য লাগির হস্তক্ষেপে, উভয় পক্ষকে ডেকে সমস্যার সমাধান করা হয়। চন্দৌলি থানার সার্কেল অফিসার রাজেশ রাই জানান, উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয়, বরপক্ষ কনের পরিবারকে ১ লাখ ৬১ হাজার রুপি ফেরত দেবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫