অনলাইনে গাঁজা বিক্রি এবং পাচার করার অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনের বিরুদ্ধে। এ জন্য আমাজনের ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযুক্ত করেছে ভারতীয় পুলিশ। গত শনিবার মধ্যপ্রদেশের ভিন্দ শহরে গাঁজা ডেলিভারির জন্য অ্যামাজন ভারতীয় নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত সপ্তাহে মধ্যপ্রদেশ রাজ্যে ২১ কিলোগ্রাম মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা বরে পুলিশ। পুলিশ বলছে, জনপ্রিয় এ সাইটি তাদের পণ্য দেশের অন্যত্র ডেলিভারির জন্য আমাজনের ইন্ডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।
পুলিশের বরাত দিয়ে গতকাল রোববার এএফপি এক প্রতিবেদনে বলা হয়, তারা ‘স্টিভিয়া’ পাতার নামে গাঁজার চোরাচালান চালায়। গ্রেপ্তারকৃত দুজনের কাছে থেকে তারা এমন তথ্য পায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ তদন্তে সংগৃহীত প্রমাণ এবং সংস্থাটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাজনের ইন্ডিয়া ইউনিটের নির্বাহীদের অভিযুক্ত করা হয়েছে। তবে কতজন কর্মচারী অভিযোগের মুখোমুখি হচ্ছেন তা জানায়নি পুলিশ কিংবা অ্যামাজন।
আমাজনের জানায়, তারা মামলাটি তদন্ত করছে। এ ছাড়া এ নিয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘ভারতে বিক্রির জন্য আইন বিরোধী এমন কোনো পণ্য তালিকা ও বিক্রি করা আমরা অনুমতি দিই না।’
উল্লেখ্য, আমাজন ভারতে ২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে দেশে ৬ দশমিক ৫ বিলিয়ন মূল্যের স্থানীয় বিনিয়োগ করেছে। আমাজনের বাণিজ্যের একটি মূল বাজার ভারত।
অনলাইনে গাঁজা বিক্রি এবং পাচার করার অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনের বিরুদ্ধে। এ জন্য আমাজনের ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযুক্ত করেছে ভারতীয় পুলিশ। গত শনিবার মধ্যপ্রদেশের ভিন্দ শহরে গাঁজা ডেলিভারির জন্য অ্যামাজন ভারতীয় নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত সপ্তাহে মধ্যপ্রদেশ রাজ্যে ২১ কিলোগ্রাম মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা বরে পুলিশ। পুলিশ বলছে, জনপ্রিয় এ সাইটি তাদের পণ্য দেশের অন্যত্র ডেলিভারির জন্য আমাজনের ইন্ডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।
পুলিশের বরাত দিয়ে গতকাল রোববার এএফপি এক প্রতিবেদনে বলা হয়, তারা ‘স্টিভিয়া’ পাতার নামে গাঁজার চোরাচালান চালায়। গ্রেপ্তারকৃত দুজনের কাছে থেকে তারা এমন তথ্য পায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ তদন্তে সংগৃহীত প্রমাণ এবং সংস্থাটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাজনের ইন্ডিয়া ইউনিটের নির্বাহীদের অভিযুক্ত করা হয়েছে। তবে কতজন কর্মচারী অভিযোগের মুখোমুখি হচ্ছেন তা জানায়নি পুলিশ কিংবা অ্যামাজন।
আমাজনের জানায়, তারা মামলাটি তদন্ত করছে। এ ছাড়া এ নিয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘ভারতে বিক্রির জন্য আইন বিরোধী এমন কোনো পণ্য তালিকা ও বিক্রি করা আমরা অনুমতি দিই না।’
উল্লেখ্য, আমাজন ভারতে ২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে দেশে ৬ দশমিক ৫ বিলিয়ন মূল্যের স্থানীয় বিনিয়োগ করেছে। আমাজনের বাণিজ্যের একটি মূল বাজার ভারত।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫