কলকাতা প্রতিনিধি
ভারতের নয়াদিল্লিতে আফগানিস্তান ইস্যুতে আট দেশের অংশগ্রহণে আঞ্চলিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হলো-ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও তাজিকিস্তান।
আজ বুধবার দুপুরে বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে, আফগানিস্তান এবং এর অঞ্চলগুলো সন্ত্রাসীদের আশ্রয়, প্রশিক্ষণ বা সন্ত্রাসবাদের কাজে অর্থায়নের জন্য ব্যবহার করা যাবে না।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নজরদারিতে বিশেষ মনোযোগ দেবে বৈঠকে অংশ নেওয়া দেশগুলো। সব ধরনের সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে আরও বেশি সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হবে। আফগানিস্তানে মাটিতে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ, সংগঠন বা ষড়যন্ত্রে অর্থ ও প্রশ্রয় বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং মাদক পাচারের হুমকি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে আফগানিস্তান যেন কখনই বৈশ্বিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে না ওঠে সেটি নিশ্চিতে সন্ত্রাসবাদের অর্থায়ন, সন্ত্রাসবাদের অবকাঠামো ভেঙে ফেলা এবং মৌলবাদ প্রতিরোধসহ সন্ত্রাসবাদের সমস্ত রূপ এবং প্রকাশের সঙ্গে লড়াইয়ের জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।
আয়োজক দেশ ভারত বৈঠকের শুরুতে মন্তব্য করে, আফগান সমস্যা শুধু সেখানকার নাগরিকদের জন্যই নয়, আঞ্চলিক দেশগুলোর জন্যও বিপজ্জনক। বিশেষ করে জঙ্গিদের সঙ্গে তালেবানদের বন্ধুত্ব নিয়ে ভারতের আপত্তির কথা তুলে ধরা হয় বৈঠকে।
আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা করার পর ভারতের রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে অবশ্য আফগান সমস্যা নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের ডিসেম্বরে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত এই বৈঠকে যোগদানের জন্য পাকিস্তান ও চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা বৈঠকে যোগ দেয়নি। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
ভারতের নয়াদিল্লিতে আফগানিস্তান ইস্যুতে আট দেশের অংশগ্রহণে আঞ্চলিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হলো-ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও তাজিকিস্তান।
আজ বুধবার দুপুরে বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে, আফগানিস্তান এবং এর অঞ্চলগুলো সন্ত্রাসীদের আশ্রয়, প্রশিক্ষণ বা সন্ত্রাসবাদের কাজে অর্থায়নের জন্য ব্যবহার করা যাবে না।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নজরদারিতে বিশেষ মনোযোগ দেবে বৈঠকে অংশ নেওয়া দেশগুলো। সব ধরনের সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে আরও বেশি সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হবে। আফগানিস্তানে মাটিতে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ, সংগঠন বা ষড়যন্ত্রে অর্থ ও প্রশ্রয় বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং মাদক পাচারের হুমকি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে আফগানিস্তান যেন কখনই বৈশ্বিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে না ওঠে সেটি নিশ্চিতে সন্ত্রাসবাদের অর্থায়ন, সন্ত্রাসবাদের অবকাঠামো ভেঙে ফেলা এবং মৌলবাদ প্রতিরোধসহ সন্ত্রাসবাদের সমস্ত রূপ এবং প্রকাশের সঙ্গে লড়াইয়ের জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।
আয়োজক দেশ ভারত বৈঠকের শুরুতে মন্তব্য করে, আফগান সমস্যা শুধু সেখানকার নাগরিকদের জন্যই নয়, আঞ্চলিক দেশগুলোর জন্যও বিপজ্জনক। বিশেষ করে জঙ্গিদের সঙ্গে তালেবানদের বন্ধুত্ব নিয়ে ভারতের আপত্তির কথা তুলে ধরা হয় বৈঠকে।
আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা করার পর ভারতের রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে অবশ্য আফগান সমস্যা নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের ডিসেম্বরে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত এই বৈঠকে যোগদানের জন্য পাকিস্তান ও চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা বৈঠকে যোগ দেয়নি। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৫ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৫ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৫ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৫ দিন আগে