কলকাতা প্রতিনিধি
ভারতের বিহারে বড় ধরনের ধাক্কার মুখোমুখি বিজেপি। বিহারে বিজেপির জোটের শরিক জনতা দল (জেডি-ইউ) বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রক্রিয়া শুরু করেছে। বিজেপির সমর্থন ছাড়াই সরকার টিকিয়ে রাখতে মরিয়া তাঁরা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার দলীয় বিধায়কদের বৈঠক ডেকেছে জেডিইউ। কংগ্রেস ও আরজেডিও আলাদাভাবে দলীয় বিধায়কদের সঙ্গে পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন।
মহারাষ্ট্রের শিবসেনার মতো বিজেপি জেডিইউ ভাঙার চেষ্টা করছে বলেও জল্পনা শুরু হয়েছে। শঙ্কা মাথায় নিয়ে জেডিইউ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তাঁদের দলের কোনো প্রতিনিধি থাকবে না।
২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের মুখ্যমন্ত্রী হন নিতীশ কুমার। কিন্তু দু বছরের মধ্যে জোটে জটিলতা দেখা দিয়েছে। জেডিইউ নেতা আরসিপি সিং দল ছাড়ার কথা ঘোষণা করতেই দুই দলের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতি রাজীবরঞ্জন সিংয়ের অভিযোগ, ‘এলজেপি নেতা চিরাগ পাশায়ানের মতোই এখন তাঁদের ঘর ভাঙতে আরসিপিকে ব্যবহার করছে বিজেপি। বিরোধ এতটাই চরমে যে কংগ্রেস ও আরজেডির সঙ্গে যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিয়েছেন তাঁরা।’ উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভায় একক বৃহত্তম হলো আরজেডি। তাঁদের সদস্য সংখ্যা ৮০।
এ ছাড়া, ১৬ জন বাম বিধায়কেরও সমর্থন রয়েছে আরজেডির পক্ষে। এর সঙ্গে যদি কংগ্রেসের ১৯ জন বিধায়কের সমর্থন তাদের দিকে যায় তবে বিজেপির ৭৭ জন বিধায়কের বিরুদ্ধে আস্থা ভোটে জিততে কোনো অসুবিধাই হবে না নিতীশের। তবে, বিজেপি দল ভাঙায় ওস্তাদ—এমন চিন্তাও মাথায় রেখেছে জেডিইউ।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপিকে ছেড়ে লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন আরজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন নিতীশ। তবে, সেই জোট টেকেনি। এখন আবার নতুন করে জোট গড়া ক্ষেত্রে উভয় দলকে বেশ আশাবাদী বলে শোনা যাচ্ছে।
এদিকে, মহারাষ্ট্রে শিবসেনার ভাঙন ধরানোর প্রতিশোধ নিতে মরিয়া কংগ্রেস। এই অবস্থায় বাম, কংগ্রেস ও আরজেডির সম্মিলিত তৎপরতায় বিজেপিকে বিহারের শাসক জোট থেকে হটানোর তৎপরতা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারের মতো বড় রাজ্যে বিজেপিকে ধাক্কা দিতে পারলে বিরোধী শিবির অনেকটাই চাঙা হয়ে উঠবে। কারণ, বিহারে রয়েছে ৪০টি লোকসভা আসন। গতবার এর মধ্যে ৩১টিই পেয়েছিল বিজেপির এনডিএ জোট। তাই বিহার নিয়ে বিজেপিও বেশ তৎপর।
বিহারের বিজেপি নেতা সুশীল মোদীর দাবি, জোটে কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে যাবে। কিন্তু নিতীশ কুমার বিজেপির সঙ্গে দূরত্ব কমানোর কোনো লক্ষণই দেখাচ্ছেন না। ফলে বিহার সমস্যা বেড়েই চলেছে। এবং সবমিলিয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতিতে বিজেপি অনকেটাই ব্যাকফুটে।
ভারতের বিহারে বড় ধরনের ধাক্কার মুখোমুখি বিজেপি। বিহারে বিজেপির জোটের শরিক জনতা দল (জেডি-ইউ) বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রক্রিয়া শুরু করেছে। বিজেপির সমর্থন ছাড়াই সরকার টিকিয়ে রাখতে মরিয়া তাঁরা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার দলীয় বিধায়কদের বৈঠক ডেকেছে জেডিইউ। কংগ্রেস ও আরজেডিও আলাদাভাবে দলীয় বিধায়কদের সঙ্গে পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন।
মহারাষ্ট্রের শিবসেনার মতো বিজেপি জেডিইউ ভাঙার চেষ্টা করছে বলেও জল্পনা শুরু হয়েছে। শঙ্কা মাথায় নিয়ে জেডিইউ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তাঁদের দলের কোনো প্রতিনিধি থাকবে না।
২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের মুখ্যমন্ত্রী হন নিতীশ কুমার। কিন্তু দু বছরের মধ্যে জোটে জটিলতা দেখা দিয়েছে। জেডিইউ নেতা আরসিপি সিং দল ছাড়ার কথা ঘোষণা করতেই দুই দলের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতি রাজীবরঞ্জন সিংয়ের অভিযোগ, ‘এলজেপি নেতা চিরাগ পাশায়ানের মতোই এখন তাঁদের ঘর ভাঙতে আরসিপিকে ব্যবহার করছে বিজেপি। বিরোধ এতটাই চরমে যে কংগ্রেস ও আরজেডির সঙ্গে যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিয়েছেন তাঁরা।’ উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভায় একক বৃহত্তম হলো আরজেডি। তাঁদের সদস্য সংখ্যা ৮০।
এ ছাড়া, ১৬ জন বাম বিধায়কেরও সমর্থন রয়েছে আরজেডির পক্ষে। এর সঙ্গে যদি কংগ্রেসের ১৯ জন বিধায়কের সমর্থন তাদের দিকে যায় তবে বিজেপির ৭৭ জন বিধায়কের বিরুদ্ধে আস্থা ভোটে জিততে কোনো অসুবিধাই হবে না নিতীশের। তবে, বিজেপি দল ভাঙায় ওস্তাদ—এমন চিন্তাও মাথায় রেখেছে জেডিইউ।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপিকে ছেড়ে লালুপ্রসাদ যাদবের নেতৃত্বাধীন আরজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন নিতীশ। তবে, সেই জোট টেকেনি। এখন আবার নতুন করে জোট গড়া ক্ষেত্রে উভয় দলকে বেশ আশাবাদী বলে শোনা যাচ্ছে।
এদিকে, মহারাষ্ট্রে শিবসেনার ভাঙন ধরানোর প্রতিশোধ নিতে মরিয়া কংগ্রেস। এই অবস্থায় বাম, কংগ্রেস ও আরজেডির সম্মিলিত তৎপরতায় বিজেপিকে বিহারের শাসক জোট থেকে হটানোর তৎপরতা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারের মতো বড় রাজ্যে বিজেপিকে ধাক্কা দিতে পারলে বিরোধী শিবির অনেকটাই চাঙা হয়ে উঠবে। কারণ, বিহারে রয়েছে ৪০টি লোকসভা আসন। গতবার এর মধ্যে ৩১টিই পেয়েছিল বিজেপির এনডিএ জোট। তাই বিহার নিয়ে বিজেপিও বেশ তৎপর।
বিহারের বিজেপি নেতা সুশীল মোদীর দাবি, জোটে কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে যাবে। কিন্তু নিতীশ কুমার বিজেপির সঙ্গে দূরত্ব কমানোর কোনো লক্ষণই দেখাচ্ছেন না। ফলে বিহার সমস্যা বেড়েই চলেছে। এবং সবমিলিয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতিতে বিজেপি অনকেটাই ব্যাকফুটে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২২ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২২ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২২ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২২ দিন আগে