চলতি বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পাচ্ছেন পাঁচজন। যার মধ্যে দুজনই ভারতের সাবেক প্রধানমন্ত্রী। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ৩ জনের নাম ঘোষণা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদি আজ ভারতরত্ন পদকের জন্য ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী পিভি নরসীমা রাও ও চৌধুরী চরণ সিংয়ের নাম ঘোষণা করেন। একই দিনে তিনি ভারতরত্ন পদকের জন্য কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথানের নামও ঘোষণা করেন। এর আগে, ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির নামও ঘোষণা করেন মোদি। সেদিন তিনি বিহারের দুই বারের মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরের নামও ঘোষণা করেন।
পিভি নরসীমা রাও ১৯২১ সালে অন্ধ প্রদেশের করিমনগরে জন্মগ্রহণ করেন। তিনি পড়ালেখা করেছেন হায়দরাবাদের ওসামানিয়া বিশ্ববিদ্যালয় ও নাগপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই কৃষিবিদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সামলেছেন প্রতিরক্ষামন্ত্রীর পদও।
চৌধুরী চরণ সিং জন্মগ্রহণ করেন উত্তর প্রদেশের মীরাটে। ১৯০২ সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ১৯৭৯ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিজেপির নেতা লাল কৃষ্ণ আদভানি অটল বিহারি বাজপেয়ি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এ ছাড়া এই নেতা তিন দফায় ১৯৮৬-৯০,১৯৯৩-৯৮ এবং ২০০৪-০৫ সাল পর্যন্ত বিজেপির জাতীয় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
চলতি বছরে ভারতরত্ন পাওয়াদের মধ্যে একজন বিহারের দুইবারে মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুর। বিহারের সমস্তিপুর জেলায় ১৯২৪ সালে জন্ম নেওয়া এই নেতা ১৯৭০-১৯৭১ এবং ১৯৭৭-১৯৭৯ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
চলতি বছরে ভারতরত্ন পাওয়াদের মধ্যে ব্যতিক্রম একজন। তিনি এমএস স্বামীনাথান। ১৯২৫ সালে জন্ম নেওয়া এই কৃষি বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।
উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রথমবারের মতো ভারতরত্ন পদক চালু করা হয়। মূলত মানবজাতির কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার এই পদক দেয়। এ ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা লিঙ্গ—কোনো পরিচয়ই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সাধারণত, ভারতের প্রধানমন্ত্রী প্রতিবছর এই পদকের জন্য মনোনীত করেন এবং তারপর রাষ্ট্রপতির আদেশে তা বাস্তবায়িত হয়।
চলতি বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পাচ্ছেন পাঁচজন। যার মধ্যে দুজনই ভারতের সাবেক প্রধানমন্ত্রী। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ৩ জনের নাম ঘোষণা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদি আজ ভারতরত্ন পদকের জন্য ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী পিভি নরসীমা রাও ও চৌধুরী চরণ সিংয়ের নাম ঘোষণা করেন। একই দিনে তিনি ভারতরত্ন পদকের জন্য কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথানের নামও ঘোষণা করেন। এর আগে, ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির নামও ঘোষণা করেন মোদি। সেদিন তিনি বিহারের দুই বারের মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরের নামও ঘোষণা করেন।
পিভি নরসীমা রাও ১৯২১ সালে অন্ধ প্রদেশের করিমনগরে জন্মগ্রহণ করেন। তিনি পড়ালেখা করেছেন হায়দরাবাদের ওসামানিয়া বিশ্ববিদ্যালয় ও নাগপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই কৃষিবিদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সামলেছেন প্রতিরক্ষামন্ত্রীর পদও।
চৌধুরী চরণ সিং জন্মগ্রহণ করেন উত্তর প্রদেশের মীরাটে। ১৯০২ সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ১৯৭৯ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিজেপির নেতা লাল কৃষ্ণ আদভানি অটল বিহারি বাজপেয়ি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এ ছাড়া এই নেতা তিন দফায় ১৯৮৬-৯০,১৯৯৩-৯৮ এবং ২০০৪-০৫ সাল পর্যন্ত বিজেপির জাতীয় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
চলতি বছরে ভারতরত্ন পাওয়াদের মধ্যে একজন বিহারের দুইবারে মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুর। বিহারের সমস্তিপুর জেলায় ১৯২৪ সালে জন্ম নেওয়া এই নেতা ১৯৭০-১৯৭১ এবং ১৯৭৭-১৯৭৯ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
চলতি বছরে ভারতরত্ন পাওয়াদের মধ্যে ব্যতিক্রম একজন। তিনি এমএস স্বামীনাথান। ১৯২৫ সালে জন্ম নেওয়া এই কৃষি বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।
উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রথমবারের মতো ভারতরত্ন পদক চালু করা হয়। মূলত মানবজাতির কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার এই পদক দেয়। এ ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা লিঙ্গ—কোনো পরিচয়ই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সাধারণত, ভারতের প্রধানমন্ত্রী প্রতিবছর এই পদকের জন্য মনোনীত করেন এবং তারপর রাষ্ট্রপতির আদেশে তা বাস্তবায়িত হয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫