মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের চলমান বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন ইসলামি সংগঠন ও মসজিদের নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ায় দুই মুসলিম কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরপর বড় ধরনের গণজমায়েত বাতিলের আহ্বান জানিয়ে বার্তা প্রচার করেছে দেশটির কয়েকটি মুসলিম সংগঠন।
জামায়াত-ই-ইসলামি হিন্দের জ্যেষ্ঠ সদস্য মালিক আসলাম বলেছেন, ‘যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন তার প্রতিবাদে একতাবদ্ধ হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।’
মে মাসের শেষের দিকে একটি টেলিভিশন টক শোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হয়রত মোহাম্মদ (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন। এরপর এ মাসের শুরুর দিকে ওই মন্তব্যকে সমর্থন করে একটি টুইট করেন আরেক বিজেপি নেতা নবীন জিন্দাল। এ দুটি ঘটনা মুসলমানদের ক্ষুব্ধ করে। তারপর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এক সময় ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সামাল দিতে বিজেপি এ দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে। ভারতের পুলিশ এ দুই নেতার বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছে। কিন্তু তারপরও মুসলমানদের বিক্ষোভ থামছে না। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তারা অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে অনেক স্থানে।
এরপর আজ মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ স্থগিত করার আহ্বানের কথা জানা গেল।
মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের চলমান বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন ইসলামি সংগঠন ও মসজিদের নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ায় দুই মুসলিম কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরপর বড় ধরনের গণজমায়েত বাতিলের আহ্বান জানিয়ে বার্তা প্রচার করেছে দেশটির কয়েকটি মুসলিম সংগঠন।
জামায়াত-ই-ইসলামি হিন্দের জ্যেষ্ঠ সদস্য মালিক আসলাম বলেছেন, ‘যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন তার প্রতিবাদে একতাবদ্ধ হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।’
মে মাসের শেষের দিকে একটি টেলিভিশন টক শোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হয়রত মোহাম্মদ (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন। এরপর এ মাসের শুরুর দিকে ওই মন্তব্যকে সমর্থন করে একটি টুইট করেন আরেক বিজেপি নেতা নবীন জিন্দাল। এ দুটি ঘটনা মুসলমানদের ক্ষুব্ধ করে। তারপর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এক সময় ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সামাল দিতে বিজেপি এ দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে। ভারতের পুলিশ এ দুই নেতার বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছে। কিন্তু তারপরও মুসলমানদের বিক্ষোভ থামছে না। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তারা অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে অনেক স্থানে।
এরপর আজ মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ স্থগিত করার আহ্বানের কথা জানা গেল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫