ডয়চে ভেলে
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত চেয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে গোলমালের কারণে’ এই দুর্ঘটনা ঘটেছে বলে আগের বক্তব্য থেকে সরে এসেছেন তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় মন্ত্রী বলেন, ‘এই গোলযোগের পেছনে মানুষ আছে। তাই সবদিক বিবেচনা করে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এই কাজ যারা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে।’
ফলে যান্ত্রিক ত্রুটি নয়, সরাসরি অন্তর্ঘাতের কথাই বলছেন তিনি।
অশ্বিনীর দাবি, পয়েন্ট মেশিনের সেটিং পরিবর্তন করা হয়েছিল। কারা করেছে, কীভাবে করেছে তা তদন্তের পরে বোঝা যাবে। আমি শুধু এটুকুই বলতে পারি, যারা এই অপরাধ করেছে, তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।
রোববার রেলমন্ত্রী ও রেল বোর্ডের তরফে যা বলা হয়েছে, তাতে স্পষ্ট, তারা যান্ত্রিক ত্রুটির কথা থেকে সরে আসছেন। অন্তর্ঘাতের কথা বলছেন। যান্ত্রিক ত্রুটি হলে তার দায় রেলের ওপরই পড়ে। অন্তর্ঘাত হলে রেল নিজের দায় অনেকটাই এড়াতে পারে বলে বিরোধী নেতারা মনে করছেন।
ঘটনাস্থলে গিয়ে সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, ট্রেন যাতে দুর্ঘটনায় না পড়ে, তার জন্য কবচ সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। তার আমলে এই কাজ শুরু হয়। কিন্তু এই লাইনের ট্রেনে কবচ ব্যবস্থা ছিল না।
কিন্তু রেলমন্ত্রী ও রেল বোর্ড তার পর থেকে বারবার বোঝাবার চেষ্টা করেছে, কবচ থাকলেও এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় না। রেল বোর্ডের সদস্য জয়া বর্মা সিনহা বলেছেন, ‘আপনার গাড়ির সামনে হঠাৎ যদি একটা বোল্ডার এসে পড়ে, তাহলে কি গাড়ি দুর্ঘটনা এড়ানো যাবে? রেলের ক্ষেত্রেও কিছু সময় দুর্ঘটনা এড়ানো যায় না। কবচ থাকলেও নয়।’
তবে জয়া বর্মা জানিয়েছেন, ‘সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ছিল। তবে আরও তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।’
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত চেয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে গোলমালের কারণে’ এই দুর্ঘটনা ঘটেছে বলে আগের বক্তব্য থেকে সরে এসেছেন তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় মন্ত্রী বলেন, ‘এই গোলযোগের পেছনে মানুষ আছে। তাই সবদিক বিবেচনা করে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এই কাজ যারা করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে।’
ফলে যান্ত্রিক ত্রুটি নয়, সরাসরি অন্তর্ঘাতের কথাই বলছেন তিনি।
অশ্বিনীর দাবি, পয়েন্ট মেশিনের সেটিং পরিবর্তন করা হয়েছিল। কারা করেছে, কীভাবে করেছে তা তদন্তের পরে বোঝা যাবে। আমি শুধু এটুকুই বলতে পারি, যারা এই অপরাধ করেছে, তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।
রোববার রেলমন্ত্রী ও রেল বোর্ডের তরফে যা বলা হয়েছে, তাতে স্পষ্ট, তারা যান্ত্রিক ত্রুটির কথা থেকে সরে আসছেন। অন্তর্ঘাতের কথা বলছেন। যান্ত্রিক ত্রুটি হলে তার দায় রেলের ওপরই পড়ে। অন্তর্ঘাত হলে রেল নিজের দায় অনেকটাই এড়াতে পারে বলে বিরোধী নেতারা মনে করছেন।
ঘটনাস্থলে গিয়ে সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, ট্রেন যাতে দুর্ঘটনায় না পড়ে, তার জন্য কবচ সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। তার আমলে এই কাজ শুরু হয়। কিন্তু এই লাইনের ট্রেনে কবচ ব্যবস্থা ছিল না।
কিন্তু রেলমন্ত্রী ও রেল বোর্ড তার পর থেকে বারবার বোঝাবার চেষ্টা করেছে, কবচ থাকলেও এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় না। রেল বোর্ডের সদস্য জয়া বর্মা সিনহা বলেছেন, ‘আপনার গাড়ির সামনে হঠাৎ যদি একটা বোল্ডার এসে পড়ে, তাহলে কি গাড়ি দুর্ঘটনা এড়ানো যাবে? রেলের ক্ষেত্রেও কিছু সময় দুর্ঘটনা এড়ানো যায় না। কবচ থাকলেও নয়।’
তবে জয়া বর্মা জানিয়েছেন, ‘সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ছিল। তবে আরও তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫