দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলে আঘাত হেনেছে। ভারী বর্ষণের প্রভাবে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। চেন্নাইয়ের নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে।
এদিকে চেন্নাইয়ের বিমানবন্দর আজ সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধেয়ে আসা ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য সতর্কতা জারি করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া মানুষকে দরজা-জানালা বন্ধ রাখার ও গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের রাস্তাঘাট ডুবে গেছে এবং বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি। বন্যার পানিতে নিমজ্জিত চেন্নাইয়ের বিভিন্ন অংশ। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।
গতকাল রোববার রাতে চেন্নাই এবং এর আশপাশের জেলায় ভারী বর্ষণ শুরু হয়। আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত তা স্থায়ী হয়। গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল মীনাম্বাক্কমে ১৯৬ মিলিমিটার ও নাঙ্গাম্বাক্কমে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চেন্নাই এবং এর আশপাশে তিনটি জেলায় স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলো আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলীয় জেলাগুলোতে কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার ত্রাণকেন্দ্র খুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলে আঘাত হেনেছে। ভারী বর্ষণের প্রভাবে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। চেন্নাইয়ের নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে।
এদিকে চেন্নাইয়ের বিমানবন্দর আজ সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধেয়ে আসা ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য সতর্কতা জারি করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া মানুষকে দরজা-জানালা বন্ধ রাখার ও গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের রাস্তাঘাট ডুবে গেছে এবং বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি। বন্যার পানিতে নিমজ্জিত চেন্নাইয়ের বিভিন্ন অংশ। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।
গতকাল রোববার রাতে চেন্নাই এবং এর আশপাশের জেলায় ভারী বর্ষণ শুরু হয়। আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত তা স্থায়ী হয়। গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল মীনাম্বাক্কমে ১৯৬ মিলিমিটার ও নাঙ্গাম্বাক্কমে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চেন্নাই এবং এর আশপাশে তিনটি জেলায় স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলো আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলীয় জেলাগুলোতে কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার ত্রাণকেন্দ্র খুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে