হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত—কানাডার এমন দাবি নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। তিনি বলেছেন, বিদেশের মাটিতে কাউকে হত্যা করা ভারত সরকারের নীতি নয় এবং অটোয়ার কাছে তাদের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক প্রমাণ চাওয়া হয়েছে। পেলে অবশ্যই সেগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি কানাডার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগও করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেইন রিলেশনের (সিএফআর) এক সংলাপে অংশগ্রহণ করেন জয়শঙ্কর। সেখানে কানাডার মাটিতে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত—কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন মন্তব্যের বিপরীতে আপনার কোনো মন্তব্য রয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, ‘কানাডার কর্মকর্তাদের সঙ্গে আমরা কী আলাপ করেছি তা আমি আপনাদের সামনে খোলাখুলি তুলে ধরতে চাই। প্রথমত, আমরা কানাডা সরকারকে বলেছি, এটি ভারত সরকারের নীতি নয়। দ্বিতীয়ত, আমরা কানাডীয়দের আরও বলেছি, ‘দেখুন, আপনাদের কাছে যদি প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট কিছু থাকে, তবে আমাদের জানান। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনাকে পরিপূর্ণভাবে বুঝতে হলে তার প্রেক্ষাপট বুঝতে পারাটা জরুরি। কারণ, প্রেক্ষাপট ছাড়া কোনো একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র ধরা পড়ে না।
জয়শঙ্কর কানাডায় সংঘবদ্ধ অপরাধ বেড়ে গেছে উল্লেখ করে বলেন, ‘আপনাদের মানতে হবে, বিগত কয়েক বছরে কানাডায় প্রকৃতপক্ষে প্রচুর সহিংসতা, চরমপন্থী কার্যক্রম ও সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ঘটনাগুলো ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এসব বিষয়ে কানাডাকে বারবার বলেছি। আমরা তাদের সেই সব সংঘবদ্ধ অপরাধের মূল হোতাদের তথ্য দিয়েছি।’
জয়শঙ্কর আরও বলেন, ‘আমরা অনেক অপরাধীকে ফিরিয়ে আনতে কানাডার কাছে অনুরোধ জানিয়েছি। দেশটিতে অনেক চিহ্নিত সন্ত্রাসবাদী নেতা রয়েছে। সব মিলিয়ে আপনাদের বুঝতে হবে আসলে প্রকৃত ঘটনা কী?’ তিনি আরও বলেন, ‘সেখানে আসলে কী ঘটছে তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কারণে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, এসব ঘটনা কানাডার অনুমতি সাপেক্ষেই হয়েছে। তো আমাদের এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেখানে আমাদের কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে, কনস্যুলেটে আক্রমণ করা হচ্ছে এমনকি মাঝে মাঝে দেশটি থেকে এমন মন্তব্যও আসছে, যা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।’
সংলাপে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, যদি কানাডা সরকার সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দেয়, তবে ভারত সরকার দেশটির সঙ্গে সহযোগিতা করবে কি না। জবাবে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘যদি কেউ আমাকে সুনির্দিষ্ট কিছু দেয়—এটি কেবল কানাডার জন্য নির্ধারিত নয়—কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, তবে আমি সরকারের অংশ হিসেবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব। অবশ্যই খতিয়ে দেখব।’
হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত—কানাডার এমন দাবি নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। তিনি বলেছেন, বিদেশের মাটিতে কাউকে হত্যা করা ভারত সরকারের নীতি নয় এবং অটোয়ার কাছে তাদের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক প্রমাণ চাওয়া হয়েছে। পেলে অবশ্যই সেগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি কানাডার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগও করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেইন রিলেশনের (সিএফআর) এক সংলাপে অংশগ্রহণ করেন জয়শঙ্কর। সেখানে কানাডার মাটিতে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত—কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন মন্তব্যের বিপরীতে আপনার কোনো মন্তব্য রয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, ‘কানাডার কর্মকর্তাদের সঙ্গে আমরা কী আলাপ করেছি তা আমি আপনাদের সামনে খোলাখুলি তুলে ধরতে চাই। প্রথমত, আমরা কানাডা সরকারকে বলেছি, এটি ভারত সরকারের নীতি নয়। দ্বিতীয়ত, আমরা কানাডীয়দের আরও বলেছি, ‘দেখুন, আপনাদের কাছে যদি প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট কিছু থাকে, তবে আমাদের জানান। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনাকে পরিপূর্ণভাবে বুঝতে হলে তার প্রেক্ষাপট বুঝতে পারাটা জরুরি। কারণ, প্রেক্ষাপট ছাড়া কোনো একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র ধরা পড়ে না।
জয়শঙ্কর কানাডায় সংঘবদ্ধ অপরাধ বেড়ে গেছে উল্লেখ করে বলেন, ‘আপনাদের মানতে হবে, বিগত কয়েক বছরে কানাডায় প্রকৃতপক্ষে প্রচুর সহিংসতা, চরমপন্থী কার্যক্রম ও সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ঘটনাগুলো ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এসব বিষয়ে কানাডাকে বারবার বলেছি। আমরা তাদের সেই সব সংঘবদ্ধ অপরাধের মূল হোতাদের তথ্য দিয়েছি।’
জয়শঙ্কর আরও বলেন, ‘আমরা অনেক অপরাধীকে ফিরিয়ে আনতে কানাডার কাছে অনুরোধ জানিয়েছি। দেশটিতে অনেক চিহ্নিত সন্ত্রাসবাদী নেতা রয়েছে। সব মিলিয়ে আপনাদের বুঝতে হবে আসলে প্রকৃত ঘটনা কী?’ তিনি আরও বলেন, ‘সেখানে আসলে কী ঘটছে তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কারণে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, এসব ঘটনা কানাডার অনুমতি সাপেক্ষেই হয়েছে। তো আমাদের এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেখানে আমাদের কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে, কনস্যুলেটে আক্রমণ করা হচ্ছে এমনকি মাঝে মাঝে দেশটি থেকে এমন মন্তব্যও আসছে, যা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।’
সংলাপে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, যদি কানাডা সরকার সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দেয়, তবে ভারত সরকার দেশটির সঙ্গে সহযোগিতা করবে কি না। জবাবে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘যদি কেউ আমাকে সুনির্দিষ্ট কিছু দেয়—এটি কেবল কানাডার জন্য নির্ধারিত নয়—কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, তবে আমি সরকারের অংশ হিসেবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব। অবশ্যই খতিয়ে দেখব।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫