Ajker Patrika

ভারতের পরিত্যক্ত হাসপাতাল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

ভারতের পরিত্যক্ত হাসপাতাল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

ভারতের একটি পরিত্যক্ত হাসপাতালের ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের কান্দিভালি এলাকার একটি হাসপাতাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

পুলিশ বলছে, নিহত চারজনের ভেতর তিনজন একই পরিবারের। মরদেহ উদ্ধারের সময় তারা চারটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। 

মৃতরা হলেন—কিরণ দালভি, তাঁর দুই মেয়ে মুসকান ও ভূমি এবং অপরজনের নাম শিবদয়াল সেন। 

পুলিশ বলছে, হাসপাতালটি ১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পরিবারটি হাসপাতাল ভবনের ভেতরই থাকত। 

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের ভেতর দুজনের মরদেহ ভবনটির তিনতলার একটি পুল থেকে উদ্ধার করা হয়েছে। আর অন্য দুজনের মরদেহ দোতলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত