Ajker Patrika

তেলেঙ্গানায় তুলে দেওয়া হলো লকডাউন , খুলছে স্কুল-কলেজ

আপডেট : ১৯ জুন ২০২১, ২৩: ১৩
তেলেঙ্গানায় তুলে দেওয়া হলো লকডাউন , খুলছে স্কুল-কলেজ

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ভারতের তেলেঙ্গানা রাজ্যের লকডাউন তুলে নেওয়া হয়েছে। আগামীকাল রোববার থেকে রাজ্যটিতে আর লকডাউন থাকছে না। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও আগামী ১ জুলাই খোলা হবে। এমনটি জানিয়েছেন তেলাঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

আজ শনিবার এক টুইট বার্তায় তিনি জানান, করোনা সংক্রমণ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এর আগে ভারতের মহারাষ্ট্র ও দিল্লিতে শিথিল করা হয়েছিল লকডাউন।

একটি বিবৃতিতে ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রিপরিষদ পুরো প্রস্তুতি নিয়ে ১ জুলাই থেকে রাজ্যের সমস্ত বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার জন্য শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে এবং শিক্ষার্থীদের শারীরিকভাবে ক্লাসে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তেলেঙ্গানা  রাজ্যের কোভিড পরিসংখ্যান অনুযায়ী, গত শুক্রবার মোট স্যাম্পল নেওয়াদের ১ দশমিক ১৪ শতাংশের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস। গত এক দিনে সেখানে ১ হাজার ৪শ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। করোনায় ভারতে ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে তেলেঙ্গানার অবস্থান ১২ তম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত